আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, আগামী কয়েকদিনে কমতে পারে দাম....
অক্টোবরে পৌঁছেছে উচ্চমাত্রায়-
সেপ্টেম্বরেSIP-তে বিনিয়োগের পরিমাণ প্রায় ১০,৩৫১ কোটি টাকা হলেও, অক্টোবরে SIP-তে বিনিয়োগের পরিমাণ প্রায় ১০,৫১৯ কোটি টাকা। অক্টোবর মাসেই নতুন করে ২৩.৮৩ লাখ বিনিয়োগকারী SIP-তে বিনিয়োগ করা শুরু করেছে। এর ফলে চলতি আর্থিক বর্ষের প্রথম ৭ মাসেই অর্থাৎ এপ্রিল মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রায় ১.৫ কোটি নতুন বিনিয়োগকারী SIP-তে বিনিয়োগ করা শুরু করেছে। আগের আর্থিক বছরে এর পরিমাণ ছিল প্রায় ১.৪১ কোটি।
advertisement
আরও পড়ুন: সাধারনের জন্য স্বস্তি, আরও কমানো হতে পারে পেট্রোল ও ডিজেলের দাম ?
অনলাইনে SIP শুরু করার উপায়-
স্টেপ ১ - SIP শুরু করার জন্য প্যান কার্ড, একটি ঠিকানার প্রমাণ, একটি পাসপোর্ট সাইজ ফটো, একটি চেক বুকের দরকার হয়।
স্টেপ ২ - মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য সবার আগে কেওয়াইসি পূরণ করা দরকার।
স্টেপ ৩ - কেওয়াইসি পূরণ করার পর মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইট থেকে নিজেদের পছন্দ অনুযায়ী SIP বেছে নেওয়া যাবে।
স্টেপ ৪ - নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য 'রেজিস্টার নাও' লিঙ্কে ক্লিক করতে হবে।
আরও পড়ুন: শীঘ্রই UAN এর সঙ্গে লিঙ্ক করিয়ে নিন Aadhaar, না হলে হতে পারে বড় লোকসান
স্টেপ ৫ - ফর্ম জমা করার আগে নিজেদের সকল পার্সোনাল ডিটেলস এবং ইনফরমেশন ফিল আপ করতে হবে।
স্টেপ ৬ - অনলাইন লেনদেনের জন্য একটি ইউজারনেম এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে।
স্টেপ ৭ - এর পর যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের থেকে SIP-এর টাকা কাটবে, সেই অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে।
স্টেপ ৮ - এর পর নিজেদের ইউজারনেম দিয়ে লগ ইন করার পর, যে স্কিমে বিনিয়োগ করতে চান সেটি বেছে নিতে হবে।
স্টেপ ৯ - এর পর রেজিস্ট্রেশন পুরো হয়ে গেলে কনফার্মেশন পাওয়ার পর বিনিয়োগ শুরু করা যেতে পারে।
স্টেপ ১০ - SIP সম্ভবত আনুমানিক ৩৫-৪০ দিন পর থেকেই শুরু হয়।