TRENDING:

Train Cancelled Today: আজ বাতিল হয়েছে ১৫২টি ট্রেন, বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই চেক করে নিন ট্রেনের স্টেটাস

Last Updated:

ট্রেন ক্যানসেল হওয়ায় মিলবে কী রিফান্ড ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বুধবার ট্রেনে যাত্রা করার প্ল্যান থাকলে আপনার জন্য এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ১৯ অক্টোবর ২০২২ এ রেলের বিভিন্ন রুটে ১৫২টি ট্রেন বাতিল করা হয়েছে ৷ এর মধ্যে এক্সপ্রেস, মেল, প্যাসেঞ্জার ও স্পেশ্যাল ট্রেন সামিল রয়েছে ৷ এছাড়া ২১ ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে ৷ এই ট্রেনগুলির সোর্স স্টেশন বদল করা হয়েছে ৷
advertisement

রেল ১৮টি ট্রেন রি-শিডিউল করে দিয়েছে ৷ এর মধ্যে আনন্দ বিহার-পটনা সুপারফাস্ট, হাওড়া-সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস এবং বেঙ্গালুরু দানাপুর সংঘমিত্রা এক্সপ্রেস সামিল রয়েছে ৷ এছাড়া ১৯টি ট্রেনের রাস্তা বদল করা হয়েছে ৷ গোটা দেশে উৎসবের মরশুম চলছে ৷ নবরাত্রির পর এবার দীপাবলি ও ছট পুজো রয়েছে ৷ সে ক্ষেত্রে এই ট্রেনগুলির টাইম বদল হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হতে পারে যাত্রীদের ৷ তাই আজ ট্রেনে যাত্রা করার থাকলে বাড়িতে থেকে বেরনোর আগে অবশ্যই চেক করে নিন আপনার ট্রেনের স্টেটাস ৷

advertisement

আরও পড়ুন: দীপাবলি-ধনতেরসের আগে আরও সস্তা হল সোনা, চেক করে নিন আজকের লেটেস্ট দাম

আরও পড়ুন: পিএম কিষান যোজনার নিয়মে বদল, কীভাবে চেক করবেন স্টেটাস জেনে নিন

কীভাবে চেক করবেন ট্রেনের স্টেটাস?

ট্রেনের স্টেটাস দেখার জন্য আপনাকে কোথাও যেতে হবে না ৷ ফোন বা কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন স্টেটাস ৷ এর জন্য https://enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে যেতে হবে ৷ এরপর Exceptional Train লেখাতে ক্লিক করুন ৷ এখানে ক্লিক করতেই আজকের বাতিল হওয়া ট্রেন, রিশিডিউল বা ডায়ভার্ট হওয়া ট্রেনের তথ্য দেখতে পাবেন ৷ রেলের তরফে লাগাতার এই লিস্ট আপডেট করা হয় ৷ এর জেরে এই ট্রেনের সংখ্যা কমে ও বেড়ে যেতে পারে ৷

advertisement

ট্রেন ক্যানসেল হওয়ায় মিলবে রিফান্ড-

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ট্রেন বাতিল হয়ে গেলে আপনাকে টাকা নিয়ে কোনও চিন্তা করতে হবে না ৷ কাউন্টার থেকে টিকিট কেটে থাকলে আপনাকে আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে রিফান্ড ক্লেম করতে হবে ৷ এর জন্য আপনাকে my account এ গিয়ে ট্রানজাকশনের অপশনে ক্লিক করতে হবে ৷ এরপর ওখানে যে তথ্য চাওয়া হবে সেগুলি দিতে হবে এবং আপনার টিকিট ডিপোজিট রিসিট (টিডিআর) ফাইল করতে হবে ৷ এরপর আপনি আপনার রিফান্ড অ্যামাউন্ট ওয়েবসাইটে দেখতে পাবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Train Cancelled Today: আজ বাতিল হয়েছে ১৫২টি ট্রেন, বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই চেক করে নিন ট্রেনের স্টেটাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল