TRENDING:

বড় সুখবর! দিওয়ালি বোনাসের সঙ্গে মিলবে ১৮ মাসের বকেয়া DA, মোদি সরকার শীঘ্রই করতে পারে ঘোষণা

Last Updated:

করোনা মহামারির জেরে অর্থ মন্ত্রক ৩০ জুন ২০২১ পর্যন্ত মহার্ঘ ভাতায় বৃদ্ধি আটকে রাখা হয়েছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে বড় সুখবর ৷ করোনা মহামারির জেরে প্রায় দেড় বছরের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness allowance – DA) আটকে রেখেছিল ৷ তবে সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই বকেয়া ডিএ দিতে পারে কেন্দ্র সরকার ৷ প্রায় ১৮ মাস ধরে আটকে থাকা বকেয়া ডিএ-এর মামলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে গিয়েছে ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মোদি সরকার ৷ অনুমান করা হচ্ছে, দীপাবলির আগে ১৮ মাস ধরে আটকে থাকা ডিএ-এর টাকা কেন্দ্রীয় কর্মচারীদের দেওয়া হতে পারে ৷
advertisement

ইন্ডিয়ান পেনশনার্স ফোরাম প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতার বকেয়া টাকা (Dearness allowance – DA) দেওয়ার আবেদন জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে এই বিষয়ে সাহায্য চাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/astrology/scorpio-aquarius-virgo-gemini-and-aries-are-five-zodiac-signs-who-are-difficult-to-handle-tc-dc-669698.html

ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করেছে ৷ করোনা মহামারির জেরে অর্থ মন্ত্রক ৩০ জুন ২০২১ পর্যন্ত মহার্ঘ ভাতায় বৃদ্ধি আটকে রাখা হয়েছিল ৷ ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত ডিএ ১৭ শতাংশ ছিল ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/according-to-sources-pm-kisan-beneficiaries-likely-to-get-4000-rupees-instead-of-2000-dc-669817.html

নিয়ম অনুযায়ী, ডিএ ২৫ শতাংশের বেশি হলে হাউস রেন্ট বৃদ্ধি করতে হবে ৷ এর জেরে কেন্দ্র সরকার এইচআরএ বাড়িয়ে ২৭ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ ডিপার্টমেন্টের অফ এক্সপেন্ডিচারের তরফে ৭ জুলাই ২০১৭ সালে জারি করা নির্দেশে জানানো হয়েছিল, যখন ডিএ ২৫ শতাংশের বেশি হবে তখন এইচআরএ সংশোধিত করা হবে ৷ ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা (Dearness allowance – DA)বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছে ৷

advertisement

কত বাড়বে এইচআরএ

কেন্দ্রীয় সরকারি কর্মীদের শহরের ক্যাটাগরি অনুযায়ী, ২৮ শতাংশ, ১৮ ও ৯ শতাংশ এইচআরএ দেওয়া হবে ৷ ১ জুলাই ২০২১ থেকে ডিএ-এর সঙ্গে এইচআরএ বৃদ্ধি লাগু করা হয়েছে ৷ হাউস রেন্ট অ্যালাউন্সের ক্যাটাগরি X, Y ও Z ক্লাস শহরের হিসেবে দেওয়া হয় ৷ এবার X ক্যাটাগরির কর্মীরা মাসে ৫৪০০ টাকার বেশি এইচআরএ পাবেন ৷ এরপর Y ক্যাটাগরি পাবেন ৩৬০০ টাকার বেশি এবং Z ক্যাটাগরির কর্মচারীরা পাবেন ১৮০০ টাকার বেশি হাউস রেন্ট অ্যালাউন্স ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আরও পড়ুন: https://bengali.news18.com/news/education-career/job-details-about-applications-invited-for-254-vacancies-in-fssai-recruitment-2021-tc-dc-669677.html

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বড় সুখবর! দিওয়ালি বোনাসের সঙ্গে মিলবে ১৮ মাসের বকেয়া DA, মোদি সরকার শীঘ্রই করতে পারে ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল