TRENDING:

Amul Milk Price: ফের দুধের দাম বাড়াবে আমূল? ইঙ্গিত দিয়ে রাখলেন সংস্থার শীর্ষ কর্তা

Last Updated:

আমূলের (Amul) ওই শীর্ষ কর্তা জানিয়েছেন, জ্বালানির দাম প্রায় এক তৃতীয়াংশ বেড়েছে৷ যার ফলে কোল্ড স্টোরেজে দুধ সংরক্ষণের খরচ বাড়তে পারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: ফের দুধের দাম বাড়াতে পারে আমূল৷ মঙ্গলবার সংস্থার আধিকারিকরা সেরকমই ইঙ্গিত দিয়েছেন৷ পণ্য পরিবহণ, কাঁচা মাল এবং প্যাকেজিংয়ের খরচ বেড়ে যাওয়ার কারণেই দুধের দাম বাড়াতে পারে আমূল৷ তবে লিটার পিছু কত টাকা করে দাম বাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি৷
ফের বাড়তে পারে দুধের দাম৷
ফের বাড়তে পারে দুধের দাম৷
advertisement

আমূল সংস্থার এমটি আর এস সোধি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দাম কমার তো প্রশ্নই নেই৷ গত দু' বছরে সংস্থা ৮ শতাংশ দাম বাড়িয়েছে৷ গত মাসেই প্রতি লিটারে ২ টাকা করে দুধের দাম বাড়িয়েছিল আমূল৷

আরও পড়ুন: রাস্তায় ক্রমশ কমছে সরকারি বাস! কিন্তু কেন? চমকে দেবে আসল কারণ!

advertisement

আমূলের ওই শীর্ষ কর্তা জানিয়েছেন, জ্বালানির দাম প্রায় এক তৃতীয়াংশ বেড়েছে৷ যার ফলে কোল্ড স্টোরেজে দুধ সংরক্ষণের খরচ বাড়তে পারে৷ একই ভাবে প্যাকেজিং সহ অন্যান্য কাঁচামালের খরচও বেড়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

তবে দুধ সরবরাহকারী চাষিদের আয় করোনা অতিমারির মধ্যেও প্রতি লিটারে ৪ টাকা করে বেড়েছে বলে আমূলের ওই শীর্ষ কর্তা জানিয়েছেন৷ তবে বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে সংস্থার লাভ কমেছে বলে দাবি করেছেন আমূলের এমডি৷ যদিও লভ্যাংশ কমায় সংস্থা চিন্তিত নয় বলেই দাবি করেছেন আমূলের শীর্ষ কর্তা৷ কারণ লাভ করাই সংস্থার একমাত্র উদ্দেশ্য নয়৷ তিনি জানিয়েছেন, আমূল এক টাকা আয় করলে তার মধ্যে ৮৫ পয়সা পান চাষিরা৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Amul Milk Price: ফের দুধের দাম বাড়াবে আমূল? ইঙ্গিত দিয়ে রাখলেন সংস্থার শীর্ষ কর্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল