আরও পড়ুন- আজ বিরাটের আরসিবির বিরুদ্ধে নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ কী ? দেখে নিন
উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই Amazon তাদের বিক্রেতাদের দিল নতুন উপহার। Amazon-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে মলয়ালম, তেলেগু এবং বাংলা ভাষার মাধ্যমে বিক্রেতারা তাঁদের অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারবেন। Amazon.in-এ এই তিনটি ভাষার মাধ্যমে রেজিস্ট্রেশন (Registration) ও অনলাইন ব্যবসা পরিচালনা করা যাবে। এর ফলে Amazon-এর অন্যান্য বিক্রেতাদের সঙ্গে সঙ্গে নতুন বিক্রেতাদেরও সুবিধা হবে। যে যাঁর পছন্দের ভাষা বেছে নিয়ে নিজেই তাদের অনলাইন ব্যাসা সঠিক ও সহজভাবে পরিচালনা করতে পারবেন।
advertisement
Amazon-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখেই এটি চালু করা হচ্ছে। আরও বেশি সংখ্যক বিক্রেতাদের কাছে পৌঁছে নিজেদের ব্যবসা বাড়ানোই Amazon-এর প্রধান লক্ষ্য। এর ফলে ভারতের প্রতিটি কোণে Amazon-এর অনলাইন ব্যবসা খুব সহজেই ছড়িয়ে পড়বে। দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের প্রডাক্ট Amazon-এই পাওয়া যাবে। বিক্রেতারা তাঁদের নিজস্ব প্রডাক্ট আরও বেশি সংখ্যক মানুষের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারবেন। নিজেদের পছন্দের ভাষার মাধ্যমে খুব সহজেই তাঁদের ব্যবসাও সঠিকভাবে পরিচালনা করতে পারবেন।
Amazon-এ নতুন তিনটি ভাষা যোগ হওয়ার ফলে, এখন থেকে Amazon.in-এ বিক্রেতারা মোট ৯টি ভাষার সুবিধা পাবেন- হিন্দি (Hindi), ইংরাজি (English), গুজরাতি (Gujrati), কন্নড় (Kannada), মরাঠি (Marathi), তামিল (Tamil)-এর সঙ্গে সঙ্গে মলয়ালম, তেলেগু এবং বাংলা; Amazon-এ এক সঙ্গে এতগুলো ভাষার সুবিধা বিক্রেতারা পাবেন।
Amazon-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে বিক্রেতারা রেজিস্ট্রেশন থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়াই নিজেদের পছন্দের ভাষায় করতে পারবেন। এর ফলে তাঁরা খুব সহজেই Amazon-এ তাঁদের অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারবেন।