TRENDING:

উৎসবের মরশুমে Amazon-এর বিক্রেতাদের জন্য সুখবর, এবার আরও ৩টি ভাষায় ব্যবসা সম্ভব !

Last Updated:

Amazon adds 3 languages including Bengali for seller registration: এখন থেকে মলয়ালম, তেলেগু এবং বাংলা ভাষার মাধ্যমে বিক্রেতারা তাঁদের অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই অ্যামাজন (Amazon) তাদের বিক্রেতাদের (Sellers) জন্য নিয়ে এল দারণ সুখবর। এখন থেকে Amazon-এর বিক্রেতারা আরও ৩টি ভাষার ব্যবহার করতে পারবেন। এখন থেকে বিক্রেতারা মলয়ালম (Malayalam), তেলেগু (Telegu) এবং বাংলা (Bangla) ভাষার মাধ্যমে Amazon-এ তাঁদের অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারবেন। এর ফলে Amazon-এ বিক্রেতারা খুব সহজেই নিজেদের প্রডাক্ট বিক্রি করতে পারবেন এবং নিজেদের পছন্দের ভাষা বেছে নিয়ে, নিজেদের ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন।
File Photo
File Photo
advertisement

আরও পড়ুন- আজ বিরাটের আরসিবির বিরুদ্ধে নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ কী ? দেখে নিন

উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই Amazon তাদের বিক্রেতাদের দিল নতুন উপহার। Amazon-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে মলয়ালম, তেলেগু এবং বাংলা ভাষার মাধ্যমে বিক্রেতারা তাঁদের অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারবেন। Amazon.in-এ এই তিনটি ভাষার মাধ্যমে রেজিস্ট্রেশন (Registration) ও অনলাইন ব্যবসা পরিচালনা করা যাবে। এর ফলে Amazon-এর অন্যান্য বিক্রেতাদের সঙ্গে সঙ্গে নতুন বিক্রেতাদেরও সুবিধা হবে। যে যাঁর পছন্দের ভাষা বেছে নিয়ে নিজেই তাদের অনলাইন ব্যাসা সঠিক ও সহজভাবে পরিচালনা করতে পারবেন।

advertisement

Amazon-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখেই এটি চালু করা হচ্ছে। আরও বেশি সংখ্যক বিক্রেতাদের কাছে পৌঁছে নিজেদের ব্যবসা বাড়ানোই Amazon-এর প্রধান লক্ষ্য। এর ফলে ভারতের প্রতিটি কোণে Amazon-এর অনলাইন ব্যবসা খুব সহজেই ছড়িয়ে পড়বে। দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের প্রডাক্ট Amazon-এই পাওয়া যাবে। বিক্রেতারা তাঁদের নিজস্ব প্রডাক্ট আরও বেশি সংখ্যক মানুষের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারবেন। নিজেদের পছন্দের ভাষার মাধ্যমে খুব সহজেই তাঁদের ব্যবসাও সঠিকভাবে পরিচালনা করতে পারবেন।

advertisement

আরও পড়ুন- চাকরির চিন্তা ছেড়ে ৭০ হাজার টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, ২৫ বছর পর্যন্ত দারুণ আয় সম্ভব !

Amazon-এ নতুন তিনটি ভাষা যোগ হওয়ার ফলে, এখন থেকে Amazon.in-এ বিক্রেতারা মোট ৯টি ভাষার সুবিধা পাবেন- হিন্দি (Hindi), ইংরাজি (English), গুজরাতি (Gujrati), কন্নড় (Kannada), মরাঠি (Marathi), তামিল (Tamil)-এর সঙ্গে সঙ্গে মলয়ালম, তেলেগু এবং বাংলা; Amazon-এ এক সঙ্গে এতগুলো ভাষার সুবিধা বিক্রেতারা পাবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মকর সংক্রান্তিতে ঘুড়ির চিনা মাঞ্জা সুতোয় মৃত্যু ফাঁদ! হাওড়ায় পথনাটিকা, সচেতনতা অভিযান
আরও দেখুন

Amazon-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে বিক্রেতারা রেজিস্ট্রেশন থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়াই নিজেদের পছন্দের ভাষায় করতে পারবেন। এর ফলে তাঁরা খুব সহজেই Amazon-এ তাঁদের অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারবেন।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
উৎসবের মরশুমে Amazon-এর বিক্রেতাদের জন্য সুখবর, এবার আরও ৩টি ভাষায় ব্যবসা সম্ভব !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল