নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লকের শাকদা গ্রামের এক পেঁয়াজ চাষি অম্লান সরকার আমাদেরকে জানান হিসেব অনুযায়ী এক এক বিঘা জমিতে ৫০ থেকে ৫২ বস্তা পেঁয়াজের ফলন হয়। প্রায় ৭০ থেকে ৭৫ মন পেঁয়াজের ফলন হয়। পেঁয়াজের ফলন ভাল হলেও দাম পাওয়া যাচ্ছে না সঠিক হারে। পাঁচ থেকে ছয় টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি করলে সর্বমোট ৭০ মন পেঁয়াজ হলে ১৫ হাজার টাকার মতো মূল্য পাওয়া যাচ্ছে পেঁয়াজের। এক এক বিঘা পেঁয়াজ চাষ করতে খরচ হয় প্রায় ২৭ থেকে ৩০ হাজার টাকা। আর সেই পেঁয়াজ ফলন হওয়ার পর খরচের হাফ দামও পাচ্ছেন না বলে জানালেন তারা। এখনও পর্যন্ত পেঁয়াজের যেই দাম রয়েছে সেই হিসেবে প্রায় প্রতিটি চাষিরই ক্ষতির সম্ভাবনা রয়েছে।
advertisement
আরও পড়ুন: বিনিয়োগ করবেন না কি ব্যাঙ্কেই টাকা জমাতে থাকবেন? কোনটা ঠিক
আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দামে বদল, দেখে নিন আপনার শহরে কত হল
যদি পেঁয়াজের দাম সরকার থেকে একটি নির্দিষ্ট হারে বেঁধে দেওয়া হয়। এবং সেই পেঁয়াজ যদি আন্তর্জাতিক বাজারে রফতানি করা সম্ভব হয় তবে কিছুটা সুরাহা মিলবে বলে জানালেন তারা। তবে তার আগে পর্যন্ত বর্তমানে পেঁয়াজের ফলন ভাল হলেও মহাবিপত্তিতে পড়েছেন জেলার সমস্ত পেঁয়াজ চাষিরা।
Mainak Debnath