আরও পড়ুন: হোম লোনে কী ভাবে ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করা হয় ?
NordVPN এর CTO জানিয়েছেন এত বিপুল সংখ্যক কার্ড ডার্ক ওয়েবে নিয়ে আসার পদ্ধতি হচ্ছে ব্রুট ফোর্সিং ৷ এর মাধ্যমে সাইবার অপরাধীরা কার্ড নম্বর ও CVV-র অনুমান করার চেষ্টা করে থাকে ৷ কম্পিউটারের মাধ্যমে এই ধরনের সাইবার হামলার জন্য কেবল ৬ সেকেন্ড সময় লেগে থাকে এবং সঠিক সংখ্যা লাগতেই আপনার কার্ড হ্যাক হয়ে যাবে ৷
advertisement
আরও পড়ুন: Alert! ৩১ মার্চের পর বন্ধ হয়ে যেতে পারে আপনার PPF, NPS বা SSY অ্যাকাউন্ট
কার্ড সুরক্ষিত রাখার জন্য কী কী করবেন?
>> কার্ড হোল্ডারকে কোনও রকমের সন্দেহজনক গতিবিধির জন্য নিজের ডিটেলের উপর নজর রাখতে হবে ৷
>> যে অ্যাকাউন্টের সঙ্গে কার্ড লিঙ্ক রয়েছে সেখানে সামান্য টাকা রাখবেন ৷ বেশি অঙ্কের টাকা রাখা থেকে এড়িয়ে চলুন ৷ প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখুন ৷
আরও পড়ুন: পোস্ট অফিসের গ্রাহকদের জন্য বড় খবর! ১ এপ্রিল থেকে বদলাতে চলেছে এই নিয়ম....
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা নির্দেশ -
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি বুকলেট জারি করা হয়েছে যেখানে সাইবার অপরাধীরা কী কী উপায়ে কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে থাকে সে বিষয়ে জানানো রয়েছে ৷ ডিজিটাল লেনদেন বা ব্যাঙ্কিং সুরক্ষিত রাখবেন কী করে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে ৷ ফোনে আসা বিভিন্ন লোন অফার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷