Alert! ৩১ মার্চের পর বন্ধ হয়ে যেতে পারে আপনার PPF, NPS বা SSY অ্যাকাউন্ট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এটা না করলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে এবং সুদ পাওয়ার বদলে উল্টে জরিমানা দিতে হতে পারে ৷
#নয়াদিল্লি: সেভিংস বা ইনভেস্টমেন্টের জন্য PPF, NPS বা SSY অ্যাকাউন্ট থাকলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ৩১ মার্চের আগে এই অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম ইনভেস্ট করা অত্যন্ত জরুরি ৷ চলতি অর্থবর্ষের জন্য ট্যাক্স সেভিংস যোজনায় বিনিয়োগ করার এটাই শেষ তারিখ ৷ এটা না করলে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে এবং সুদ পাওয়ার বদলে উল্টে জরিমানা দিতে হতে পারে ৷ তাই দেরি না করে সময়সীমা পেরিয়ে যাওয়ার আগে এই অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম টাকা জমা দিন ৷
PPF account: ৫০০ টাকার ন্যূনতম ইনভেস্টমেন্ট জরুরি
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অ্যাক্টিভ রাখার জন্য বছরে ন্যূনতম ৫০০ টাকা ইনভেস্ট করা অত্যন্ত জরুরি ৷ ন্যূনতম টাকা ইনভেস্ট না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে অ্যাকাউন্ট এবং দ্বিতীয়বার অ্যাকাউন্ট চালু করার জন্য ৫০ টাকা জরিমানা দিতে হবে ৷ পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচিউরিটি থেকে ১৫ দিন আগে পর্যন্ত অ্যাক্টিভ করা যাবে ৷ ১৫ বছর পেরিয়ে যাওয়ার পর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা যাবে না ৷
advertisement
advertisement
সুকন্যা সমৃদ্ধি যোজনা: ২৫০ টাকা জমা করা জরুরি
মেয়েদের জন্য খোলা এই অ্যাকাউন্টে বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতে হবে ৷ নিষ্ক্রিয় হয়ে গেলে এই অ্যাকাউন্টও ফের সক্রিয় করার জন্য ৫০ টাকা জরিমানা দিতে হবে ৷ পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনায় বর্তমানে ৭.৬ শতাংশ বার্ষিক সুদ পাওয়া যাচ্ছে ৷ এই হিসেবে আগামী দিনেও সুদ দিয়ে থাকলে এই যোজনায় টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ৯.৪ বছর ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2022 2:00 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Alert! ৩১ মার্চের পর বন্ধ হয়ে যেতে পারে আপনার PPF, NPS বা SSY অ্যাকাউন্ট