তালিকায় আকাশই একমাত্র ভারতীয়। তবে আরও একজন তরুণ তারকা রয়েছেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী আম্রপালি গণ।
আকাশ সম্পর্কে টাইম পত্রিকা লিখেছে, ‘ভারতের রাজকীয় শিল্প-পরিবারের কুলপ্রদীপ, আকাশ অম্বানি যে কালক্রমে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তার বাইরেও তিনি কঠোর পরিশ্রম করছেন।’
আরও পড়ুন : কোটি কোটি মানুষের জন্য পুজোর মুখে বিরাট সিদ্ধান্ত মোদি সরকারের, বিনামূল্যের রেশন আরও তিনমাস পাবেন আম আদমি
advertisement
বছর তিরিশের আকাশ অম্বানি, গত জুন মাসে ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি জিও-র চেয়ারম্যান পদে উন্নীত হয়েছেন। যদিও অনেক আগে, মাত্র ২২ বছর বয়সেই তিনি জিও-র বোর্ড সদস্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন। বর্তমানে প্রায় ৪২৬ মিলিয়ন গ্রাহক রয়েছে জিও-র। ‘তার পর থেকেই তিনি গুগল এবং ফেসবুকের সঙ্গে যৌথ বিনিয়োগে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন,’ এমনই জানিয়েছে টাইম।
এই তালিকায় সারা বিশ্বের ১০০ জন উদীয়মান তারকাকে তুলে ধরা হয়েছে যাঁরা ব্যবসা, বিনোদন, খেলাধুলা, রাজনীতি, স্বাস্থ্য, বিজ্ঞান এবং বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তৈরি করছেন ভবিষ্যতের ছবি৷
আরও পড়ুন : কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় উপহার, ৪ শতাংশ ডিএ বাড়াল সরকার
এই তালিকায় রয়েছেন, আমেরিকান গায়ক এসজেডএ, অভিনেত্রী সিডনি সুইনি, বাস্কেটবল খেলোয়াড় জা মোরঁ, স্প্যানিশ টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ, অভিনেতা ও টেলিভিশন ব্যক্তিত্ব কেকে পামার এবং পরিবেশকর্মী ফারভিজা ফারহান প্রমুখ।
ভারতীয় বংশোদ্ভুত আম্রপালি গান বর্তমানে ‘ওনলিফ্যানস’ নামক একটি বিষয়বস্তু নির্মাণকারী সাইট-এর সিইও হিসাবে কাজ করছেন। ২০২০ সালে এই সংস্থায় প্রধান বিপণন এবং যোগাযোগ কর্মকর্তা হিসাবে যোগ দিয়েছিলেন আম্রপালি। আম্রপালি সম্পর্কে টাইম লিখেছে, ‘তাঁর নেতৃত্বে, ওনলিফ্যানস একটি নিরাপত্তা এবং স্বচ্ছতা কেন্দ্র চালু করতে পেরেছে। আর তার ফলেই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে।’