TRENDING:

২৫৯ টাকায় ১০ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল

Last Updated:

নতুন অফারে মাত্র ২৫৯ টাকায় মিলবে ১০ জিবি ৪জি/৩জি ডেটা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গ্রাহকদের জন্য আরও একটি নতুন অফার নিয়ে এল মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা এয়ারটেল ৷ ক্রেতারা যে কোনও কোম্পানির নতুন ৪জি হ্যান্ডসেট কিনলেই এই অফার পাবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে ৷ নতুন অফারে মাত্র ২৫৯ টাকায় মিলবে ১০ জিবি ৪জি/৩জি ডেটা ৷
advertisement

এয়ারটেল জানিয়েছে, নতুন ৪জি ফোনে রিচার্জ করানোর সঙ্গে সঙ্গে ১জিবি ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা ৷ মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে বাকি ৯জিবি পাওয়া যাবে ৷ এই ডেটা ২৮ দিনের জন্য ভ্যালিড থাকবে ৷

৯০ দিনের মধ্যে তিন বারের বেশি রিচার্জ করতে পারবেন না গ্রাহকরা ৷

গত সপ্তাহে অফারটি লঞ্চ করা হয় গুজরাত, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ৷ বর্তমানে তা দেশের সর্বত্র চালু করা হয়েছে ৷ গোটা দেশের ১৮টি সার্কেলে এয়ারটেল ৪জি রয়েছে ৷ যে সার্কেলে ৪জি নেই, সেখানে ৩জি ডেটা ডেটা পাওয়া যাবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

জিও লঞ্চ হওয়ার পর থেকেই মোবাইল সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা বেড়েই চলেছে  ৷ জিওকে টেক্কা দিতে ভোডাফোন, এয়ারসেল থেকে সমস্ত মোবাইল সংস্থাগুলি বাজারে নিয়ে এসেছে নতুন অফার ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
২৫৯ টাকায় ১০ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল