এয়ারটেল জানিয়েছে, নতুন ৪জি ফোনে রিচার্জ করানোর সঙ্গে সঙ্গে ১জিবি ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা ৷ মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে বাকি ৯জিবি পাওয়া যাবে ৷ এই ডেটা ২৮ দিনের জন্য ভ্যালিড থাকবে ৷
৯০ দিনের মধ্যে তিন বারের বেশি রিচার্জ করতে পারবেন না গ্রাহকরা ৷
গত সপ্তাহে অফারটি লঞ্চ করা হয় গুজরাত, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ৷ বর্তমানে তা দেশের সর্বত্র চালু করা হয়েছে ৷ গোটা দেশের ১৮টি সার্কেলে এয়ারটেল ৪জি রয়েছে ৷ যে সার্কেলে ৪জি নেই, সেখানে ৩জি ডেটা ডেটা পাওয়া যাবে ৷
advertisement
জিও লঞ্চ হওয়ার পর থেকেই মোবাইল সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা বেড়েই চলেছে ৷ জিওকে টেক্কা দিতে ভোডাফোন, এয়ারসেল থেকে সমস্ত মোবাইল সংস্থাগুলি বাজারে নিয়ে এসেছে নতুন অফার ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2016 5:43 PM IST