TRENDING:

এয়ার ইন্ডিয়ার বিমানে এবার ঝাঁ-চকচকে অন্দরসজ্জা, মিলবে অনবোর্ড ওয়াইফাই!

Last Updated:

আগামী দুই বছরের মধ্যে এয়ার ইন্ডিয়ার যাত্রীরা নতুন করে সাজানো ওয়াইড-বডি বিমানে বসে অন-ফ্লাইট ওয়াইফাই পরিষেবা উপভোগ করতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আগামী দুই বছরের মধ্যে এয়ার ইন্ডিয়ার যাত্রীরা নতুন করে সাজানো ওয়াইড-বডি বিমানে বসে অন-ফ্লাইট ওয়াইফাই পরিষেবা উপভোগ করতে পারবেন। আগামী মাসেই ছয়টি নতুন ওয়াইড-বডি এয়ার বাস এ৩৫০-এ এই প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে শুরু হবে। এই খবর জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার এমডি-সিইও ক্যাম্পবেল উইলসন।
advertisement

পরবর্তীকালে অন্যান্য ওয়াইড-বডি প্লেনগুলি- প্রথমে নতুন ইনডাকশন এবং তারপরে বিদ্যমান ফ্লিটগুলিতে – এই সুবিধা দেওয়া হবে। তারপরে কিছু একক আইলে। এছাড়াও এয়ার ইন্ডিয়ার ওয়াইড-বডি ফ্লিটগুলি নতুন ইন্টিরিয়রে সেজে উঠছে।

আরও পড়ুন: মধু চাষে জীবন হবে মধুর! মিলবে সরকারি সাহায্যও! দেখে নিন কীভাবে

উইলসন বলেন, ‘আমরা আগামী মার্চের শেষ নাগাদ ১৯টি নতুন ওয়াইড-বডি বিমান যোগ করব। এই নতুন প্লেনগুলোতে ওয়াইফাই পাওয়া যাবে। ২০২৪ সালের মাঝামাঝি থেকে বিদ্যমান ৪০টি ওয়াইড বডি বিমান (২৭টি বোয়িং ৭৮৭ এবং ১৩টি বি৭৭৭) সম্পূর্ণ সংস্কারের জন্যে পাঠাব। সিট থেকে শুরু করে ইনফ্লাইট এনট্রেনমেন্ট এবং অনবোর্ড ওয়াইফাই – সবকিছু নতুন করে সাজানো হবে। এর জন্যে ৪০০ মিলিয়ন ডলার খরচ ধরা হয়েছে। আশা করা হচ্ছে ২০২৫ সালের মাঝামাঝি সব কিছু হয়ে যাবে’।

advertisement

যদিও ১৯টি টুইন আইলের মধ্যে ১৭টি ফ্লিট বাড়ানোর জন্যে ব্যবহার করা হবে। এয়ার ইন্ডিয়া সম্প্রতি আরও দুটি বি৭৭৭-এর জন্যে কথাবার্তা চালাচ্ছে। এয়ার ইন্ডিয়া গ্রুপের বেশিরভাগ একক আইলগুলিও আগামী সেপ্টেম্বরের মধ্যে নয়া রূপ পেতে চলেছে। উইলসনের কথায়, ‘আমরা এই অর্থবর্ষে ৫০টি সিঙ্গল আইল অন্তর্ভুক্ত করতে চলেছি। ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ সিঙ্গল আইল-ই একেবারে নতুন হবে’। বাকি ২০ থেকে ২৫ শতাংশ স্বল্প-মূল্যের আর্ম, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দ্বারা ব্যবহারের জন্য পুনর্নবীকরণ করা হবে। এর মানে আগামী দুই বছরের মধ্যে, এয়ার ইন্ডিয়া ফুল-সার্ভিস আর্ম প্লেনে সম্পূর্ণ নতুন ইন্টিরিয়র থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৭টি সাপ্তাহিক নন-স্টপ ফ্লাইটের মধ্যে ৬টি পুনরায় চালু করছে, চলতি বছরের মার্চ মাসে বি৭৭৭ ক্রু-এর অভাবের কারণে এগুলি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। উইলসন বলেন, ‘আমরা এই মাসে ৩টি এবং আগামী মাসে বাকি ৩টি ফ্লাইট চালু করব। আমরা এখন গত বছরের তুলনায় প্রতি মাসে পাঁচ থেকে দশ গুণ পাইলট এবং কেবিন ক্রু নিয়োগ করেছি’।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এয়ার ইন্ডিয়ার বিমানে এবার ঝাঁ-চকচকে অন্দরসজ্জা, মিলবে অনবোর্ড ওয়াইফাই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল