আধিকারিকরা জানাচ্ছেন যে, এ৩৫০-৯০০ এবং এ৩৫০-১০০০-সহ দু’টি এ৩৫০ এয়ারক্র্যাফ্ট পরিচালনা করার জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর থেকে লেটার অফ টাইপ অ্যাকসেপটেন্স (এলওটিএ) পেয়েছে এয়ার ইন্ডিয়া। এই দু’টি বিমানই রোলস রয়েস ইঞ্জিন দ্বারা চালিত হবে। বিমান সংস্থার এক আধিকারিক জানাচ্ছেন যে, চলতি বছরে দু’টি ওয়াইড বডি বিমান চালু করবে।
advertisement
আরও পড়ুন-বিপুল সম্পদ তো রয়েছেই, দানধ্যানও করেন প্রচুর; দেশের পঞ্চম ধনী মহিলার নাম জানা আছে কি?
ওই আধিকারিক আরও জানিয়েছেন যে, আগামী বছরের মার্চ মাসের শেষ দিকে মোট ৬টি এ৩৫০ বিমান থাকবে। এমনটাই আশা করছে এয়ার ইন্ডিয়া। গত বছর জানুয়ারি মাসে এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করেছিল টাটা গ্রুপ। বর্তমানে তাদের ১২৬টি বিমান রয়েছে। এই তালিকায় রয়েছে ৫২টি ওয়াইড বডি বোয়িং ৭৮৭ এবং ৭৭৭ বিমান।
গত ২১ জুলাই এয়ার ইন্ডিয়ার প্রধান ক্যাম্পবেল উইলসন একটি মেসেজে জানিয়েছেন যে, পরের বছর মার্চ মাসের মধ্যে মোট ওয়াইড বডি বিমানের তৃতীয় উড়ানে থাকবে আধুনিক সিট এবং ইন-ফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেম। তিনি আরও বলেন যে, এই আর্থিক বর্ষের শেষে ৬টি নতুন এ৩৫০ বিমান চলে আসবে। সেই সঙ্গে থাকবে ৫টি লিজে নেওয়া বি-৭৭২ এলআর এবং ৮টি অন্য বি-৭৭৭ ইআর। এর অর্থ হল, এক বছরের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ওয়াইড বডি বিমান প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পাবে।
এয়ারবাস এবং বোয়িং মিলিয়ে মোট ৪৭০টি বিমানের বরাত দিয়েছে এয়ার ইন্ডিয়া। এয়ারবাসের বরাতের মধ্যে রয়েছে ২১০টি এ৩২০/৩২১ এবং ৪০টি এ৩৫০-৯০০/১০০০। আর বোয়িংয়ের বরাতের মধ্যে রয়েছে ১৯০টি ৭৩৭-ম্যাক্স, ২০টি ৭৮৭ এবং ১০টি ৭৭৭।