বুকিং কতদিন মিলবে: ১ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের যে কোনও প্রান্ত ভ্রমণের সুবিধা পাচ্ছেন যাত্রীরা ৷ ‘ফ্লাই এয়ার ইন্ডিয়া সেল’-এর আওতায় এই ছাড় পাবেন। ডোমেস্টিক ফ্লাইটের টিকিটেই শুধুমাত্র এই অফার মিলবে। এয়ার ইন্ডিয়ার সমস্ত অফিস, বিমানবন্দর অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে। এছাড়া ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতেও টিকিট মিলবে।
advertisement
টিকিটের দাম: এই অফার শুধুমাত্র ইকোনমি ক্লাসের টিকিটেই পাওয়া যাবে। ১ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণের জন্য বৈধ। এয়ার ইন্ডিয়ার এই সেলের মাধ্যমে ৪৯টি জায়গার টিকিট বুক করা যাবে। টিকিটের প্রারম্ভিক মূল্য ১,৭০৫ টাকা। অধিগ্রহণের পর টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়াকে নতুনভাবে বাজারজাত করার চেষ্টা করছে। সেই লক্ষ্যেই এই সেল।
এয়ার ইন্ডিয়ার সেলের বিবরণ:
১। একপিঠের ভাড়া শুরু ১,৭০৫ টাকা থেকে।
২। ডিসকাউন্ট শুধুমাত্র ইকোনমি ক্লাসের জন্য প্রযোজ্য। ৪৯টিরও বেশি গন্তব্যের টিকিট বুক করা যাবে।
৩। এয়ারলাইনের অনুমোদিত ট্রাভেল এজেন্ট সহ সমস্ত এয়ার ইন্ডিয়া বুকিং প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটা যাবে।
৪। ডোমেস্টিক ফ্লাইটে কিছু একপিঠের ছাড় দেওয়া ভাড়ার তালিকা: দিল্লি থেকে মুম্বই – ৫,০৭৫ টাকা, চেন্নাই থেকে দিল্লি – ৫,৮৯৫ টাকা, বেঙ্গালুরু থেকে মুম্বই – ২,৩১৯ টাকা, দিল্লি থেকে উদয়পুর – ৩,৬৮০ টাকা, দিল্লি থেকে গোয়া – ৫,৬৫৬ টাকা, দিল্লি থেকে পোর্ট ব্লেয়ার – ৮,৬৯০ টাকা, দিল্লি থেকে শ্রীনগর – ৩,৭৩০ টাকা, আহমেদাবাদ থেকে মুম্বই – ১৮০৬ টাকা, গোয়া থেকে মুম্বাই – ২,৮৩০ টাকা।