TRENDING:

LIC IPO: ৩ গুণ সাবস্ক্রাইব, অথচ গ্রে মার্কেটে পতন, এলআইসি আইপিও নিয়ে দোলাচলে বিনিয়োগকারীরা!

Last Updated:

LIC IPO: গ্রে মার্কেটে ডিসকাউন্টের অর্থ হল এলআইসি-র আইপিও-র লিস্টিং ৯৪১ টাকা (৯৪৯ - ৮) হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গ্রে মার্কেটে এলআইসি-র বিপুল পতন। ৯ মে সোমবার পর্যন্ত এলআইসি-র আইপিও-র সাবস্ক্রিবশন চলেছে। সম্ভবত ১২ মে বৃহস্পতিবার অ্যালটমেন্ট হতে পারে। এখন গোটা বাজারের চোখ সেদিকেই। শুরুর দিকে গ্রে মার্কেটে ভালোই খেল দেখাচ্ছিল এলআইসি-র আইপিও। কিন্তু যত দিন গড়িয়েছে ততই পড়েছে এর বাজার দর।
advertisement

বাজার বিশেষজ্ঞদের মতে, আনুষ্ঠানিক বাজারে সরকারি বিমা কোম্পানির প্রিমিয়াম রয়ে গিয়েছে মাত্র ৮ থেকে ১০ টাকার মধ্যে। এক সপ্তাহ আগে ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, গ্রে মার্কেটে এলআইসি প্রিমিয়ামের দর যাচ্ছিল ১০০ থেকে ১০৫ টাকা।

আরও পড়ুন: এফডি-তে ন্যূনতম কত টাকা বিনিয়োগ করতেই হবে? রইল শীর্ষ ব্যাঙ্কগুলির নিয়মবিধি

গ্রে মার্কেটে ডিসকাউন্টের অর্থ হল এলআইসি-র আইপিও-র লিস্টিং ৯৪১ টাকা (৯৪৯ - ৮) হওয়ার প্রত্যাশা করা হচ্ছে। সুতরাং, গ্রে মার্কেট এটাই ইঙ্গিত দিচ্ছে যে, এলআইসি-র আইপিও মাঝারি থেকে কিছুটা কম অঙ্কে লিস্টিং হতে পারে।

advertisement

উল্লেখ্য, ভারতীয় স্টক মার্কেটের মতো যে বাজারে তালিকাভুক্তির আগে স্টক কেনা-বেচা হয় তাকে গ্রে মার্কেট বলে। এই বাজারটি সম্পূর্ণ অনিয়ন্ত্রিত। অর্থাৎ এর নিয়ন্ত্রণের জন্য কোনও সরকারি সংস্থা নেই।

প্রায় ৩ গুণ সাবস্ক্রাইব করা হয়েছে: এলআইসি আইপিও-র শেষ দিন অর্থাৎ ৯ মে পর্যন্ত ৩ গুণ সাবস্ক্রাইব হয়েছে। পলিসি হোল্ডারদের জন্য রিজার্ভ কোটায় সর্বোচ্চ সাবস্ক্রিবশন হয়েছে। এলআইসি কর্মচারীদের কোটা থেকেও ভালো সাড়া মিলেছে। পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, ৬ দিনের বিডিংয়ে, ২১,০০০ কোটি টাকার পাবলিক ইস্যুটি ২.৯৫ গুণ সাবস্ক্রাইব হয়েছে। এর খুচরো অংশ ১.৯৯ গুণ পলিসি হোল্ডারদের অংশ ৬.১২ গুণ এবং কর্মচারীদের অংশটিতে ৪.৪০ গুণ সাবস্ক্রাইব হয়েছে।

advertisement

আরও পড়ুন: ৪৪ শতাংশের বেশি রিটার্ন! বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাচ্ছে এই দুই ফ্লেক্সি ক্যাপ

উল্লেখ্য, এই আইপিও-র মাধ্যমে সরকার তার ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করে ২১০০০ কোটি টাকা ঘরে তুলতে চায়। এলআইসি-র প্রাইস ব্র্যান্ড ৯০২ থেকে ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। ইস্যুগুলো ২ মে অ্যাঙ্কর বিনিয়োগকারী এবং ৪ মে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ইতিমধ্যেই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের থেকে ৫,৬২৭ কোটি টাকা সংগ্রহ করেছে এলআইসি।

advertisement

আরও পড়ুন: মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি সুদ দিচ্ছে এই ৪ ব্যাঙ্ক, দেখে নিন তালিকা!

১২ মে অ্যালটমেন্ট, ১৭ মে এনএসই-তে তালিকাভুক্ত: এনএসই এবং বিএসই-তে এলআইসি শেয়ারের তালিকাভুক্তির সম্ভাব্য তারিখ ১৭ মে। এলআইসি আইপিও বরাদ্দের তারিখ সম্ভবত ১২ মে। যদি এভাবেই বাজারের অস্থিরতা চলতে থাকে তাহলে তালিকাতেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যার ফলে বিনিয়োগকারীদের হতাশ হতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC IPO: ৩ গুণ সাবস্ক্রাইব, অথচ গ্রে মার্কেটে পতন, এলআইসি আইপিও নিয়ে দোলাচলে বিনিয়োগকারীরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল