কিন্তু কী এই বাংলা কৃষি সেচ যোজনা? কী করলে পাওয়া যাবে বিনামূল্যে সেচের উপকরণ? আর কোথায় করতে হবে আবেদন?
বাঁকুড়া জেলা কৃষি সহ অধিকর্তা জানান, এই বিশেষ প্রকল্পের মূল লক্ষ্য হল গরিব কৃষকদের বিনামূল্যে (জিএসটি ব্যতীত) সেচের গুরুত্বপূর্ণ উপকরণ দিয়ে ফসল উৎপাদনে সহায়তা করা। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের আওতায় কৃষকদের জন্য ক্ষুদ্র-সেচ সুবিধা দেওয়া হচ্ছে, যার ফলে এটি কৃষিক্ষেত্রে জলের চাহিদা পূরণ করবে। সর্বোপরি জলের অপচয় রোধে কার্যকর হবে। বাঁকুড়া শুষ্ক এলাকা হওয়ায় এই জেলায় সেচের এবং পানীয় জলের গুরুত্ব অপরিসীম। এখানে প্রতি বছরই কৃষি কাজে জলের সঙ্কট দেখা দেয়।
advertisement
আরও পড়ুন: ভ্রমন প্রিয় বাঙালির সিমলা, কাশ্মীর যাত্রা সহজ করতে কালীপুজোর আগে হাওড়া থেকে স্পেশাল ট্রেন
বাংলা কৃষি সেচ যোজনার অধীনে একটি স্প্রিঙ্কলার সেচ এবং অন্যটি ড্রিপ সেচ যন্ত্র প্রায় বিনামূল্যে কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ড্রিপ সেচ ব্যবস্থা ইনস্টল করতে খরচ পড়ে প্রায় ৭০,০০০ টাকা। এবং স্প্রিঙ্কলার সেচ মেশিন বসাতে ব্যয় হয় প্রায় ২০,০০০ টাকা। স্বাভাবিকভাবেই দরিদ্র কৃষকদের পক্ষে এই দামি মেশিন কেনা সম্ভব নয়। আর তাই রাজ্য সরকারের তরফে এগুলি বিনামূল্যে কৃষকদের দেওয়া হবে এবং সরকারই ইন্সটল করার ব্যবস্থা করে দেবে। শুধুমাত্র জিএসটি-র ১২% টাকা কৃষকদের দিতে হবে। এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাঁকুড়া জেলা তালিকার শীর্ষে আছে।
ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জন্য ১০০ শতাংশ অনুদান দেবে সরকার। তবে অন্যান্য কৃষকের ক্ষেত্রে এই অনুদানের অঙ্ক ৪৫ শতাংশ। এই প্রকল্পে নাম নিবন্ধীকরণের জন্য মোবাইল নম্বর লিঙ্ক করা আধার কার্ড, জমি সংক্রান্ত নথি, ব্যাঙ্কের পাস বই, পাসপোর্ট সাইজ রঙিন ছবি থাকতে হবে। তারপর www.wbpmksy.org-এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলআপ করতে হবে।
নীলাঞ্জন ব্যানার্জি