TRENDING:

Foxtail Millet Cultivation: উত্তরবঙ্গের বুকে বিলুপ্তপ্রায় কাউনের চাষে নতুন উদ্যোগ! শুরু কাউনের চাষ

Last Updated:

একটা সময় এই কাউন চাষ বিপুল পরিমাণে করতে দেখা যেত কৃষকদের। তবে বর্তমানে এর চাহিদা কমে গিয়েছে। তাই এই চাষকে পুনরুদ্ধার করতে নতুন প্রকল্পের সূচনা করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: গ্রাম বাংলার কৃষি উন্নয়নকে আরও একটা ধাপ এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ গ্রহণ করল কৃষি দফতর। সাতমাইল সতীশ ক্লাব ফার্মার প্রোডিউসার প্রোমোটিং সংস্থাতে কাউন চাষ প্রকল্প এর শুভ উদবোধন করা হল। এই প্রকল্পে মোট ১৫ টি ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা থেকে প্রতিনিধিরা এসেছিলেন এই অনুষ্ঠানে যোগদান করতে।
advertisement

এই অনুষ্ঠানে নতুন করে ঘোষণা করা হলো গাউন চাষকে পুনরুদ্ধার করতে নিত্য নতুন পরিকল্পনা। এই সমস্ত পরিকল্পনার মাধ্যমে প্রায় বিলুপ্তির মুখে কাউম চাষকে আবার পুনরুদ্ধার করে আনা হবে। এবং কৃষকদের মধ্যে এই কাউন চাষের আগ্রহ বাড়ানো হবে।

সাতমাইল সতীশ ক্লাব ও পাঠাগারের সম্পাদক অমল রায় বলেন, \"একটা সময় এই চাষ বিপুল পরিমাণে করতে দেখা যেত কৃষকদের। তবে বর্তমানে এর চাহিদা কমে গিয়েছে। তাই এই চাষকে পুনরুদ্ধার করতে এই প্রকল্পের সূচনা করা হল। মোট ৩১৫ জন কৃষককে যুক্ত করা হবে এবং ১৫ টি প্রদর্শনী ক্ষেত্র করা হবে এই চাষের। কৃষকদের ট্রেনিং করানো হবে, নতুন করে কাউন প্রসেসিং মিল স্থাপন হবে, বীজ উৎপাদন করা হবে এবং বিভিন্ন খাদ্য রেসিপি তৈরী হবে এবং ডিজিটাল মার্কেটিং হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই কাউন চাষকে আরোও জনপ্রিয় করে তোলা হবে এবং বিস্তার করা হবে।\"

advertisement

কাউনের নিউট্রিশন গুরুত্ব অনেক বেশি। কাউন একটি দানা শস্য বিশেষ। অত্যন্ত পুষ্টিকর এই দানাশস্য চাষ ক্রমে হারিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ থেকে। এই চাষকে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে সাত মাইল ফার্মার অর্গানাইজেশন। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় মোট ৩৬ বিঘা জমিতে চাষ করা হয়েছিল কাউন ফসল। যার ফলাফল অত্যন্ত ভালো হয়েছে বলে জানা গিয়েছে কৃষি দফতর সূত্রে। সেক্ষেত্রে উন্নত মানের কাউন চাষের জন্য এই উদ্যোগের ফলে অদূর ভবিষ্যতে আরো অনেক বেশি চাষিরা এই কাউন চাষে আগ্রহ প্রকাশ করবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Foxtail Millet Cultivation: উত্তরবঙ্গের বুকে বিলুপ্তপ্রায় কাউনের চাষে নতুন উদ্যোগ! শুরু কাউনের চাষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল