এবছর পদ্মচাষে স্বনির্ভর হল দক্ষিণ ২৪ পরগনা জেলা। বাইরে থেকে এবছর আনতে হচ্ছে না ফুল। জেলায় উৎপাদিত ফুল বাজারে আসায় দাম অনেকটা কমেছে। অষ্টমী ও নবমী তিথির বিশেষ সন্ধিক্ষণে হয় দেবীর সন্ধিপুজো। এই পুজোর অন্যতম অঙ্গ ১০৮টি পদ্ম। এই সন্ধিপুজোর পদ্মফুলই এখন নতুন করে বাঁচার রসদ জুগিয়েছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক কৃষক পরিবারকে। তাদের এই আইডিয়া খুলে দিল আয়ের নতুন দিগন্ত।
advertisement
আরও পড়ুন: আশা ছেড়ে দেওয়ার পরেও মুখে হাসি ফোটাল পুলিশ! পুজোর মুখে করল যে কাজ, কুর্নিশ জানাচ্ছেন সাধারণ মানুষেরা
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার এক পদ্মচাষি সজল মুখার্জি জানিয়েছেন, এই পদ্মচাষের ফলে লাভের মুখ দেখছেন কৃষকরা। এই বছর পদ্মফুলের উৎপাদন ভালই হয়েছে। তাই ফুলের ঘাটতি নেই। পদ্মের দাম থাকছে সাধ্যের মধ্যেই। জেলার পদ্মফুলের চাহিদা এবছর পূর্ণ হওয়ায় খুশি সকলেই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে কার্তিক মাইতি জানিয়েছেন, এখন জলাশয়ের পদ্মের অভাব অনেকটাই মেটাচ্ছে জমির পদ্ম। বর্ষা ভাল হওয়ায় ফুলের ভাল ফলন হয়েছে। জেলার পদ্মের চাহিদা মিটেছে। আগামী বছরগুলিতে পদ্ম বাইরে পাঠানো হবে। এবছর জেলার উপকূলীয় এলাকায় প্রায় সবকটি ব্লকের কোথাও না কোথাও এই পদ্ম চাষ হয়েছে। ফলে জেলা এবছর পদ্ম উৎপাদনে স্বনির্ভর হয়েছে। পদ্ম উৎপাদনে এভাবে যে এগিয়ে আসা যায় তা দেখার এই জেলা।