TRENDING:

Agriculture Tips: কাজে লেগে গেল চাষের নতুন টিপস! এবার জলাশয়ের ফুল ফুটছে জমিতে! আয়ের নতুন দিগন্ত খুলে তাক লাগালেন দক্ষিণ ২৪ পরগনার চাষিরা

Last Updated:

জলাশয়ে নয়, নিজেদের জমিতে চিরাচরিত চাষের পরিবর্তে এই ফুল চাষ করে এখন লাভের মুখ দেখছেন এইসব কৃষকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: জলাশয়ে নয়, নিজেদের জমিতে চিরাচরিত চাষের পরিবর্তে পদ্মফুল চাষ করে এখন লাভের মুখ দেখছেন এইসব কৃষকরা। বছরের অন্য সময় পদ্মফুলের সেভাবে চাহিদা না থাকলেও দুর্গাপুজোর সময় এই ফুলের চাহিদা অনেকটাই বেড়ে যায়। সে কথা ভেবেই বর্তমানে অনেকেই নিজেদের জমিতে পদ্মফুল চাষ করছেন।
advertisement

এবছর পদ্মচাষে স্বনির্ভর হল দক্ষিণ ২৪ পরগনা জেলা। বাইরে থেকে এবছর আনতে হচ্ছে না ফুল। জেলায় উৎপাদিত ফুল বাজারে আসায় দাম অনেকটা কমেছে। অষ্টমী ও নবমী তিথির বিশেষ সন্ধিক্ষণে হয় দেবীর সন্ধিপুজো। এই পুজোর অন্যতম অঙ্গ ১০৮টি পদ্ম। এই সন্ধিপুজোর পদ্মফুলই এখন নতুন করে বাঁচার রসদ জুগিয়েছে দক্ষিণ ২৪ পরগনার একাধিক কৃষক পরিবারকে। তাদের এই আইডিয়া খুলে দিল আয়ের নতুন দিগন্ত।

advertisement

আরও পড়ুন: আশা ছেড়ে দেওয়ার পরেও মুখে হাসি ফোটাল পুলিশ! পুজোর মুখে করল যে কাজ, কুর্নিশ জানাচ্ছেন সাধারণ মানুষেরা

এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার এক পদ্মচাষি সজল মুখার্জি জানিয়েছেন, এই পদ্মচাষের ফলে লাভের মুখ দেখছেন কৃষকরা। এই বছর পদ্মফুলের উৎপাদন ভালই হয়েছে। তাই ফুলের ঘাটতি নেই। পদ্মের দাম থাকছে সাধ্যের মধ্যেই। জেলার পদ্মফুলের চাহিদা এবছর পূর্ণ হওয়ায় খুশি সকলেই।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এ নিয়ে কার্তিক মাইতি জানিয়েছেন, এখন জলাশয়ের পদ্মের অভাব অনেকটাই মেটাচ্ছে জমির পদ্ম। বর্ষা ভাল হওয়ায় ফুলের ভাল ফলন হয়েছে। জেলার পদ্মের চাহিদা মিটেছে। আগামী বছরগুলিতে পদ্ম বাইরে পাঠানো হবে। এবছর জেলার উপকূলীয় এলাকায় প্রায় সবকটি ব্লকের কোথাও না কোথাও এই পদ্ম চাষ‌ হয়েছে। ফলে জেলা এবছর পদ্ম উৎপাদনে স্বনির্ভর হয়েছে‌। পদ্ম উৎপাদনে এভাবে যে এগিয়ে আসা যায় তা দেখার এই জেলা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture Tips: কাজে লেগে গেল চাষের নতুন টিপস! এবার জলাশয়ের ফুল ফুটছে জমিতে! আয়ের নতুন দিগন্ত খুলে তাক লাগালেন দক্ষিণ ২৪ পরগনার চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল