TRENDING:

Agriculture: এ আখ যে-সে আখ নয়, কালো আখ...ফিলিপাইনের এই বিশেষ আখ চাষ এবার মুর্শিদাবাদে

Last Updated:

সাধারণত হালকা লাল আভা যুক্ত আখ কিংবা সবুজ আখই দেখেছেন সবাই। কালো আখ বাজারে খুব একটা দেখতে পাওয়া যায় না

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: সাধারণত হালকা লাল আভা যুক্ত আখ কিংবা সবুজ আখই দেখেছেন সবাই। কালো আখ বাজারে খুব একটা দেখতে পাওয়া যায় না। মূলত ফিলিপিন্সে চাষ করা হয় এই কালো আখ। এই আখের পুষ্টিগুণ অন্যান্য আখের চাইতে অনেক বেশি। মুর্শিদাবাদে প্রথম এই ফিলিপিন্সের কালো আখের চাষ করা হচ্ছে। মুর্শিদাবাদের খড়গ্রামে এই চাষ করছেন বনি আমিন মমিন। তিনি নিজের বাড়ির কাছে বাগানে দীর্ঘ সময় ধরে বিরল গাছপালা চাষ করে আসছেন। বাগানে দেশি-বিদেশি নানা প্রজাতির চাষ করে বাণিজ্যিকভাবে সফলতা পেয়েছেন। এবার তিনি ফিলিপাইনের কালো আখ চাষ করে নতুন দিশা দেখাচ্ছেন।
advertisement

এই আখ চাষ করে কৃষক ভাল মুনাফা পাবেন। চাষে আগ্রহী বনি আমিন মমিন জানান, ” এই আখের  বাইরের অংশ কালো কিংবা খয়েরি, লম্বায় সাধারণত ১২ থেকে ১৬ ফুট হয়। এই আখের কাণ্ড নরম হয়, রস বেশি হয় এবং স্বাদেও বেশি মিষ্টি।”  এই আখ চাষ করে কৃষক কম সময়ে এবং কম খরচে বাণিজ্যিকভাবে এবং আর্থিকভাবে লাভবান হতে পারবেন। অন্যান্য ফসলের চেয়ে এই আখ চাষ অনেক বেশি লাভজনক বলেও দাবি বনি আমিন মমিনের।

advertisement

তিনি আরোও জানান, “এই আখের আরেকটি বিশেষত্ব রয়েছে। অন্যান্য আখ যেমন এক বছরে বড় হয়, এই আখ মাত্র ৬ মাসেই বড় হয়ে যায়। এই আখে মূলত জৈব গোবর সার ব্যবহার করা হয়। এই আখে পোকামাকড় দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র কিছুদিন বাদে বাদে ফাঙ্গিসাইট স্প্রে করতে হয়। এছাড়া ১৫ দিন অন্তর গাছের নীচের দিকের বড় পাতাগুলি কেটে দিতে হয়।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture: এ আখ যে-সে আখ নয়, কালো আখ...ফিলিপাইনের এই বিশেষ আখ চাষ এবার মুর্শিদাবাদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল