TRENDING:

Purulia News: মুগ ডাল চাষ করে বিকল্প আয়, পথ দেখাচ্ছেন পুরুলিয়ার কৃষকরা, রইল ভিডিও

Last Updated:

Purulia News: বিকল্প চাষের উদ্যোগ নিয়ে পুরুলিয়া পুঞ্চা ব্লকের রমাইডি গ্রামের বেশ কিছু চাষী পরিবার মুগ ডাল চাষে উদ্যোগী হয়েছেন। এই প্রথমবার তারা নিজেদের জমিতে মুগ ডালের চাষ করেছেন। ফলনও বেশ ভাল হয়েছে। ‌

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: পুরুলিয়ায় প্রায় সর্বত্রই এক ফসলী জমি। তাই কৃষকরা সদা সর্বদাই সচেষ্ট থাকেন বিকল্প চাষ করার জন্য। ‌ বহু ক্ষেত্রে কৃষি দফতর থেকেও কৃষকদের বিকল্প চাষের পথ দেখানো হয়। আবার কখনও, কখনও চাষিরা নিজ উদ্যোগে বিকল্প চাষের পথ খুঁজে নেন। আর এই বিকল্প চাষের উদ্যোগ নিয়ে পুরুলিয়া পুঞ্চা ব্লকের রমাইডি গ্রামের বেশ কিছু চাষী পরিবার মুগ ডাল চাষে উদ্যোগী হয়েছেন। এই প্রথমবার তারা নিজেদের জমিতে মুগ ডালের চাষ করেছেন। ফলনও বেশ ভাল হয়েছে। ‌
advertisement

এমন চাষ করতে পেরে খুশি কৃষকরা। এ বিষয়ে কৃষকরা বলেন,”কৃষি দপ্তরের সাহায্য ছাড়াই একেবারেই নিজ উদ্যোগে তারা নিজেদের জমিতে মুগ ডালের বীজ বপন করেছিলেন। কয়েক মাসের মধ্যেই যথেষ্টই ভাল ফলন হয়েছে। তবে যদি বৃষ্টির দেখা পাওয়া যেত তাহলে তাদের ফলন আরও অনেকটাই ভাল হত।” তারা আশা করছে এই মুগ ডাল বিক্রি করে লাভের মুখ দেখতে পারবেন। বিকল্প চাষ করে তারা কিছুটা হলেও উপকৃত হবেন বলে আশা রাখছেন।

advertisement

আরও পড়ুনঃ Exclusive: সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্কুলের জমি দখলের চেষ্টা, হুমকি নিরাপত্তারক্ষীদের, থানায় অভিযোগ দায়ের

View More

লাল মাটির জেলা পুরুলিয়া। রুক্ষ শুষ্ক হওয়ার কারণে এই জেলার বেশিরভাগ জমি এক ফসলী। জমিতে একবার ফলন হওয়ার ফলে কৃষি কাজের উপর যাদের জীবন জীবিকা নির্বাহ করে সেই সকল চাষীদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই অনেকেই বিকল্প চাষের পথ খুঁজে নেন জীবন জীবিকা নির্বাহ করার জন্য। তেমনি পুরুলিয়ার পুঞ্চা ব্লকের রমাইডি গ্রামের চাষিরা মুগ ডাল চাষ করে বিকল্প আয়ের রাস্তা খুঁজে পেয়েছেন। আগামী দিনে আরও অনেকেই এই ধরনের চাষ করে বিকল্প অর্থ উপায়ে যোগান করবে বলে মনে করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

শমিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Purulia News: মুগ ডাল চাষ করে বিকল্প আয়, পথ দেখাচ্ছেন পুরুলিয়ার কৃষকরা, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল