উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের খোলাপোতার এক স্কুল শিক্ষক শখের বসে ছাদ বাগানে বিভিন্ন রং বাহারি ফুলের গাছের পাশাপাশি পদ্মের টিউব বসান, কারণ তিনি শৈশব থেকেই বাগান করতে খুব পছন্দ করতেন। এভাবে তার শখকে পেশায় পরিণত করে তিনি পদ্ম গাছের চারা চাষ শুরু করেন। পদ্মের ভাল বৃদ্ধি ও ফলন দেখে বহুল পরিমাণে বংশবিস্তারের মাধ্যমে সেটি বিক্রি করে প্রচুর টাকা রোজগার শুরু করেন তিনি।
advertisement
ছাদ বাগানে প্রায় ৫০ প্রকারের পদ্মের চাষ করেছেন যার রংবাহারি শোভায় আলাদা মাত্রা দিয়েছে ছাদ বাগানকে । পাশাপাশি আলাদাভাবে করে বাড়ির পাশে বাগানও গড়ে তুলেছেন জয়দেব বাবু। গাছে ফুল ফোটা শুরু হলে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন।
আরও পড়ুন: নিউটাউনের রাস্তায় রোবট! কোন সমস্যা সমাধানে পথে নামছে? জানুন
যেখান থেকে তিনি পদ্ম গাছের অর্ডার পেতে শুরু করে। কেউ আবার বাড়িতে এসেই পদ্মের খোঁজ নেন। এই পদ্ম গাছ তিনি অনলাইনের মাধ্যমে বিক্রিও করেন। এভাবেই শখের বসে পদ্ম চাষকে পেশায় পরিণত করে কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন জয়দেব বাবু।
জুলফিকার মোল্যা