আরও পড়ুন: এই ৫ ব্যাঙ্ক দিচ্ছে সবথেকে সস্তায় কার লোন, ৫ লাখ টাকার লোনে কত হবে EMI, দেখে নিন এক নজরে
শুধু খাদ্য চাহিদা পূরণ নয়, শখের বসেও বাড়ির মধ্যে বিদেশি আমের চারা লাগানো যেতে পারে। এই গাছ এতটাই ফলপ্রসূ যে ফলনের পরিমাণ দেখে যে কেউ অবাক হতে বাধ্য হবেন। পরিচর্যার ক্ষেত্রেও বিশেষ ঝামেলা নেই, সামান্য যত্ন নিলেই সুস্বাদু ও পুষ্টিকর আম পাওয়া সম্ভব। এই বিষয়ে নার্সারির কর্ণধার গোলাম মুরতাজা জানিয়েছেন, ছোট থেকে বড় সব ধরনের আম গাছ আমাদের কাছে রয়েছে। এখন বসালে এই মরশুমেই ফলন পাওয়া যাবে।
advertisement
এখন ২০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত বিভিন্ন দামের আম গাছের চারা পাওয়া যাচ্ছে। বিশেষ আকর্ষণ হিসেবে বর্তমানে মুকুল ও আম ধরেছে এমন চারা গাছও বিক্রির জন্য রাখা হয়েছে, অর্থাৎ এই সময় গাছ কিনলে এই মরশুমেই আমের স্বাদ উপভোগ করা সম্ভব। ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে বহু মানুষ দেশি ও বিদেশি প্রজাতির আম গাছের চারা কিনতে ভিড় জমাচ্ছেন।
নার্সারিতে মিয়াজাকী, কাটিমন, ফোর কিলো, নিয়াম ডক মাই সহ আরও বিভিন্ন প্রজাতির উচ্চ ফলনশীল বিদেশি আম গাছের চারা পাওয়া যাচ্ছে, যা দীর্ঘদিন ধরে ফলন দিতে সক্ষম। তাই আম খাওয়ার শখ মেটাতে ও স্বাস্থ্যের কথা চিন্তা করে এখনই নিজের বাড়িতে একটি আম গাছ রোপণ করতে পারেন।
বনোয়ারীলাল চৌধুরী





