TRENDING:

Agriculture News: ভেষজ উদ্ভিদ চাষ করেই লাভের মুখ দেখবেন কৃষক! জেনে নিন সঠিক পদ্ধতি

Last Updated:

Agriculture News: ভেষজ উদ্ভিদের চাহিদা দিন দিন বাড়ছে দেশে ও বিদেশে। তুলসি, অশ্বগন্ধা, ব্রাহ্মী ইত্যাদি গাছ সঠিকভাবে চাষ করলে কৃষকেরা পেতে পারেন বড় মুনাফা। কীভাবে শুরু করবেন ও কোন পদ্ধতিতে সফল হবেন—জেনে নিন এখানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর : প্রথাগত নানা ফসল চাষ করে স্বাবলম্বী হওয়া বা আয় করা রীতিমত কঠিন। অথচ ভেষজ উদ্ভিদের ভাল বাজার রয়েছে। এমন উদ্ভিদের চাষাবাদ করে সহজেই স্বাবলম্বী হওয়া সম্ভব। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় দুই শত কৃষকদের নিয়ে ‘স্টেক হোল্ডার’স মিট অন মেডিক্যাল প্লান্টস ইন ওয়েষ্ট বেঙ্গল’ শীর্ষক অনুষ্ঠিত হল কর্মশালা।
advertisement

ভৃঙ্গরাজ, বাসক, কালমেঘ, ঘৃতকুমারী, গুলঞ্চ, ব্রাহ্মী, অর্জুন, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, নিম, আমলকী, হরিতকী, হলুদ, বেল, চন্দন-সহ বেশ কয়েক প্রকার ভেষজ গাছ দেশজুড়ে লাগানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। যেখানে গোষ্ঠীবদ্ধভাবে ভেষজ উদ্ভিদের চাষ করে কিভাবে লাভের মুখ দেখা যায় কৃষকদের সে বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।

advertisement

উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, “ভারত সরকারের আয়ুষ বিভাগের এই উদ্যোগের ফলে দক্ষিণ দিনাজপুরের কৃষকরা ভেষজ উদ্ভিদ চাষ করা শিখে, বিকল্প চাষের মাধ্যমে লাভের মুখ দেখতে পাবে। এরফলে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে।”

View More

আরও পড়ুন: কীভাবে মাছ চাষ করে লাভবান হবেন মৎস্যজীবীরা ? জেনে নিন সিক্রেট টিপস

advertisement

জাতীয় ভেষজ পর্ষদের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষকে ভেষজ গাছের বিজ্ঞানসম্মত ব্যবহার বা অর্থনীতির সঙ্গে তার যোগ সম্পর্কে যথেষ্ট সচেতন করার পরে গাছ লাগালে তবেই তা রক্ষার তাগিদ আসবে। ঔষধি গাছ রোপণ ও পরিচর্যার ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি উৎপাদিত কাঁচামাল বাজারজাত করতেও সহযোগিতা করা হবে।

আরও পড়ুন: পিএনবি গ্রাহকদের জন্য বিশেষ অফার ! আপনি কী কী সুবিধা পাবেন জেনে নিন

advertisement

সরকারি জমিতে বেড়ে ওঠা গাছ থেকে উপার্জিত অর্থ সরকারি কোষাগারে যাবে। তাই প্রথাগত চাষের পরিবর্তে এলাকার বিকল্প চাষ হিসেবে ভেষজ উদ্ভিদ চাষ স্থানীয় কৃষকদের জন্য যথেষ্টই লাভজনক হতে পারে বলে সূত্রের খবর।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী 

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: ভেষজ উদ্ভিদ চাষ করেই লাভের মুখ দেখবেন কৃষক! জেনে নিন সঠিক পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল