ভৃঙ্গরাজ, বাসক, কালমেঘ, ঘৃতকুমারী, গুলঞ্চ, ব্রাহ্মী, অর্জুন, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, নিম, আমলকী, হরিতকী, হলুদ, বেল, চন্দন-সহ বেশ কয়েক প্রকার ভেষজ গাছ দেশজুড়ে লাগানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। যেখানে গোষ্ঠীবদ্ধভাবে ভেষজ উদ্ভিদের চাষ করে কিভাবে লাভের মুখ দেখা যায় কৃষকদের সে বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।
advertisement
উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, “ভারত সরকারের আয়ুষ বিভাগের এই উদ্যোগের ফলে দক্ষিণ দিনাজপুরের কৃষকরা ভেষজ উদ্ভিদ চাষ করা শিখে, বিকল্প চাষের মাধ্যমে লাভের মুখ দেখতে পাবে। এরফলে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে।”
আরও পড়ুন: কীভাবে মাছ চাষ করে লাভবান হবেন মৎস্যজীবীরা ? জেনে নিন সিক্রেট টিপস
জাতীয় ভেষজ পর্ষদের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষকে ভেষজ গাছের বিজ্ঞানসম্মত ব্যবহার বা অর্থনীতির সঙ্গে তার যোগ সম্পর্কে যথেষ্ট সচেতন করার পরে গাছ লাগালে তবেই তা রক্ষার তাগিদ আসবে। ঔষধি গাছ রোপণ ও পরিচর্যার ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি উৎপাদিত কাঁচামাল বাজারজাত করতেও সহযোগিতা করা হবে।
আরও পড়ুন: পিএনবি গ্রাহকদের জন্য বিশেষ অফার ! আপনি কী কী সুবিধা পাবেন জেনে নিন
সরকারি জমিতে বেড়ে ওঠা গাছ থেকে উপার্জিত অর্থ সরকারি কোষাগারে যাবে। তাই প্রথাগত চাষের পরিবর্তে এলাকার বিকল্প চাষ হিসেবে ভেষজ উদ্ভিদ চাষ স্থানীয় কৃষকদের জন্য যথেষ্টই লাভজনক হতে পারে বলে সূত্রের খবর।
সুস্মিতা গোস্বামী