TRENDING:

Success Story: ইনফোসিসে ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে বেগুনচাষি! যুবকের উপার্জন বেড়ে দ্বিগুণ

Last Updated:

Success Story: কৃষিব্যবসায় হাত লাগিয়ে ভেঙ্কটস্বামী বুঝতে পেরেছিলেন এটাই তাঁর আসল কাজের জায়গা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছিলেন ইনফোসিসের ইঞ্জিনিয়ার৷ হলেন বেগুনচাষি৷ ঝুঁকি নিয়ে বহু গুণে লাভবান ভেঙ্কটস্বামী বিঘ্নেশ৷ আগে তিনি ইনফোসিসে চাকরি করে মাসে বেতন পেতেন ৪০ হাজার টাকা৷ এখন জাপানে বেগুনচাষ করে তার থেকে দ্বিগুণ অঙ্কের উপার্জন করেন প্রতি মাসে৷ অতিমারির সময়ে বাবা মায়ের কৃষিব্যবসায় হাত লাগিয়ে ভেঙ্কটস্বামী বুঝতে পেরেছিলেন এটাই তাঁর আসল কাজের জায়গা৷ তবে প্রাথমিক ভাবে চাকরি ছাড়ার সিদ্ধান্তে তাঁর পাশে ছিলেন না বাবা মাও৷ তাঁদের অমতেই চাকরিহীন ভেঙ্কটেশ যোগ দিয়েছিলেন চেন্নাইয়ের এক সংস্থায়৷ জাপানি ভাষা ও সংস্কৃতিতে রপ্ত করে তোলে ওই সংস্থা৷ সাহায্য করে সে দেশে চাকরি পাওয়ার৷
advertisement

প্রসঙ্গত জাপানে প্রবীণ প্রজন্ম বাড়ছে৷ সে দেশের তরুণ প্রজন্ম কৃষিকাজে আগ্রহী নয়৷ ফলে সূর্যোদয়ের দেশে কৃষকের চাহিদা এখন অত্যন্ত বেশি৷ ৬ মাসের প্রশিক্ষণ শেষে ভেঙ্কটস্বামী পাড়ি দেন জাপানে৷

কাজ শুরু করেন একটি বেগুনচাষের খামারে৷ দু বছর পেরিয়ে তিনি এখন প্রতি মাসে কর দেওয়ার পর উপার্জন করেন ৮০ হাজার টাকা৷ থাকেন সংস্থার কোয়ার্টারে৷ ভাবতে হয় না খাওয়াদাওয়া নিয়েও৷

advertisement

সংবাদমাধ্যমে এই ভারতীয় তরুণ জানিয়েছেন চাষের কাজে অধিকাংশ পর্বই হয় যন্ত্রপাতির সাহায্যে৷ তবে জাপানি প্রযুক্তিতে শেখা কৃষিকাজের কৌশল তিনি কাজে লাগাতে চান ভারতেও৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেশে ফিরে সেই পদ্ধতিতে চাষ করতে চান৷ তাঁর সবথেকে বেশি আনন্দ যে অবশেষে বাবা মাও মেনে নিয়েছেন এই সিদ্ধান্ত৷ ইঞ্জিনিয়ার থেকে চাষি হওয়া ছেলেকে নিয়ে লজ্জা নয়, বরং তাঁরা গর্বিত৷ তাঁরাও শরিক হতে চান ছেলের নতুন পথের৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: ইনফোসিসে ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে বেগুনচাষি! যুবকের উপার্জন বেড়ে দ্বিগুণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল