কেন্দ্রীয় সরকারের ‘বাম্বু মিশন’ প্রকল্পের প্রধান উদ্দেশ্যই হল উন্নত ও নতুন জাত দিয়ে ফলন বাড়ানো। সম্ভাব্য এলাকায়, বাঁশের জন্য এলাকা বাড়ানো। বাঁশের তৈরি হস্তশিল্পের প্রচার ও বিপণন। বাঁশ খাতের উন্নয়নের জন্য স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা প্রতিষ্ঠা করা। আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান এবং ঐতিহ্যগত জ্ঞানের নিখুঁত মিশ্রণের মাধ্যমে প্রযুক্তির বিকাশ। দক্ষ ও অদক্ষ শ্রমিকদের বিশেষ করে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। এই প্রকল্পটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষক, স্থানীয় কারিগর এবং বাঁশ খাতে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিদের উপকৃত করবে।প্রায় এক লাখ হেক্টর জমিকে আবাদের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এর ফলে বৃক্ষরোপণের ক্ষেত্রে প্রায় এক লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন। এমনকি বাঁশের পণ্য আমদানি করতে এবং কৃষকদের আয় বাড়াতে সাহায্য করবে। উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, \”কৃষি উন্নতি যোজনার অধীনে ‘বাম্বু মিশন’ কে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: New Business Opportunity: অপরাজিতা ফুল চাষ দেখিয়েছে নতুন রোজগারে পথ, মোটা টাকা রোজগারের বিশাল সুযোগ
আরও পড়ুন: Hibiscus Cultivation: একবার গাছ লাগালে ফুল ফুটবে বারো মাস! এই জবা চাষে ব্যাপক লাভ! জানুন
এই বিষয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি দেওয়ার পর, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান চিঠি দিয়ে জানিয়েছেন, নর্থ ইস্ট কেন এন্ড বাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিলের (NECBDC) নোডাল এজেন্সির মাধ্যমে পশ্চিমবঙ্গ, বিহার,ঝাড়খন্ডে বাম্বু মিশনের কাজ চলবে। এর ফলে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গে বাঁশের সামগ্রী তৈরির প্রশিক্ষণ, তৈরি এবং বিপণন করে আর্থিকভাবে এলাকার উন্নয়ন হবে।\”
সুস্মিতা গোস্বামী