আরও পড়ুন: নবম শ্রেণির ছাত্রী ‘বীরঙ্গনা’, রাজশ্রীর জন্য বেঁচে গিয়েছে ওরা
এই শীতে সহজে স্ট্রবেরি চাষ করুন বাড়ির ছাদ বাগানে। এমনকি টবেও সম্ভব হবে! হ্যাঁ ঠিকই শুনেছেন। স্ট্রবেরি একটি দামি ফল। কিন্তু বাড়িতে সামান্য জায়গা থাকলেই আপনি খুব সহজেই চাষ করতে পারবেন। এমনকি ইচ্ছা থাকলে ফ্ল্যাটে থেকেও স্ট্রবেরি চাষ করা সম্ভব। এই শীতে ফ্ল্যাটের ব্যালকনিতে টবের মধ্যে অল্প পরিসর জায়গায় বড় বড় স্ট্রবেরি চাষ করে ফেলুন।
advertisement
স্ট্রবেরি হল নাতিশীতোষ্ণ অঞ্চলের সুমিষ্ট ফল। এটি বাড়ির মধ্যে চাষ করার জন্য প্রথমে যেকোনও নার্সারি থেকে ভাল জাতের চারা নিয়ে আসুন। যারা ছোট জায়গায় স্ট্রবেরি চাষ করতে চান তাঁরা মাঝারি সাইজের টব নিতে পারেন। অথবা ৫ লিটারের প্লাস্টিকের বোতল কেটে তার মধ্যেও চারা লাগাতে পারেন। বসিরহাটের এক নার্সারিতে উন্নত প্রজাতির স্ট্রবেরির চারা পাওয়া যায়। যার ফলনও বেশ ভাল। শীতে টবে স্ট্রবেরির চারা লাগালে মোটামুটি মার্চ-এপ্রিল পর্যন্ত ফলন পাবেন। সঠিক পদ্ধতি মেনে চাষ করলে এক একটি গাছ থেকে গড়ে ৪০০-৫০০ গ্রাম পর্যন্ত স্ট্রবেরি পাওয়া সম্ভব।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সরাসরি রোদ পড়ে এবং রাত্রিবেলা শিশির পড়ে এমন জায়গা দেখে স্ট্রবেরি গাছ লাগাতে হবে। কারণ স্ট্রবেরির জন্য রোদ আর শিশির দুটোই ভীষণ দরকারি। ফুল থেকে ফল হওয়ার পর সেই ফল কোনওভাবেই মাটির স্পর্শ করতে দিলে চলবে না। ফল যদি মাটি স্পর্শ করে তাহলে সেই ফল পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য গাছে ফুলের নিচের অংশে একটু খড় দিয়ে রাখবেন। এইভাবে পরিচর্যা করলে বাড়ির মধ্যেই দামি স্ট্রবেরির বাগান তৈরি করে ফেলতে পারবেন সহজেই।
জুলফিকার মোল্লা