TRENDING:

Bankura News: অল্প জায়গায় একাধিক ফসল চাষ, পুকুরে মাছ-হাঁস প্রতিপালন! রোজগারের 'সহজপাঠ' বাঁকুড়ায়

Last Updated:

Bankura News: একটি পুকুর থাকলেই সমস্যার সমাধান। পুকুরটি কেন্দ্র করে গড়ে উঠবে বিভিন্ন চাষাবাদ। লাভের মুখ দেখবেন কৃষক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: একটি ক্ষুদ্র বা প্রান্তিক কৃষকের কাছে সবথেকে বড় যে চ্যালেঞ্জ সেটি হল, বিভিন্ন ধরনের ফসল চাষ করা। যে কোনও একটি ফসল চাষ করলে তাতে ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। একাধিক ফসল চাষ করতে প্রয়োজন প্রচুর পরিমাণ জমি। কিন্তু এই জমির সমস্যা সমাধান হবে মুহূর্তেই যদি একটি বা দুটি পুকুরকে কেন্দ্র করে শুরু হয় চাষাবাদ।
advertisement

পুকুরের প্রাকৃতিক বাস্তুতন্ত্র রয়েছেই যেখানে বিভিন্ন ধরনের মাছ চাষ ছাড়াও থাকছে গুগলি বা শামুক। আবার পুকুরের পাড় বরাবর চাষ করা যেতে পারে বিভিন্ন শাকসবজি বা ফলমূল। তিন বিঘার মধ্যে এক বিঘাতে পুকুর এবং বাকি দু বিঘায় অন্যান্য ফসল চাষাবাদ করে কম জায়গার মধ্যে জৈব পদ্ধতিতে চাষবাস চলছে বাঁকুড়ার রাজোগ্রামে অবস্থিত সহজপাঠ কৃষি, মৎস্য ও উদ্যান গবেষণা কেন্দ্রে।

advertisement

আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলা গাছের থোড় এই ভয়ানক রোগ থেকে রেহাই দেবেই! জানতেন?

এই পদ্ধতি অনুসরণ করলে প্রথমত থাকছে পুকুরের মাছ এবং সেই একই পুকুরে বিচরণ করতে পারবে হাঁস এবং পুকুর থেকেই তারা প্রয়োজনীয় খাদ্যের বড় অংশ পেয়ে যাবে। সহজপাঠ-এ পুকুরের পাড়ে বসান আছে কলা, পাতিলেবু, বেদানা, সজনে গাছ। একটি কৃষক যদি দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করে তাহলে পুকুরপাড় বরাবর ভবিষ্যতের কথা মাথায় রেখে বসানো যেতে পারে সেগুন গাছ বা মেহগিনি গাছ। যদি পাশাপাশি দুটি পুকুর থাকে তাহলে গ্রীষ্মকালে দুটি পুকুরের জল একটি পুকুরে ফেলে , শুষ্ক পুস্করিনির পাক ব্যবহার করা যেতে পারে উৎকৃষ্ট সার হিসেবে।

advertisement

View More

আরও পড়ুন: আরও বাড়বে তাপমাত্রা! ৪০ ডিগ্রির জ্বলুনি ও শুকনো গরম টানা কতদিন? তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কতা কলকাতায়

একটু প্ল্যান মাফিক ভাবেই অল্প জায়গার মধ্যে সফল ভাবে চাষ করতে পারবেন কৃষক। এবং এই স্পেস ম্যানেজমেন্ট করে সব রকম ফসলের চাষাবাদ করে রাস্তা দেখাচ্ছে বাঁকুড়ার সহজপাঠ। জনসংখ্যা বাড়ছে এবং জনসংখ্যা বাড়ার ফলে ঘাটতি দেখা দিয়েছে বাসযোগ্য এবং চাষযোগ্য ভূমিতে। বাঁকুড়া জেলার রুক্ষ সুক্ষ মাটিতে চাষযোগ্য ভূমি রয়েছে বিক্ষিপ্ত ভাবে এবং সেই চাষযোগ্য ভূমিগুলি ব্যবহার করে বিভিন্ন রকম ফসল ফলানো একটি কৃষকের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু এই সমীকরণটি সমাধান হয়ে যাবে যদি একটি বা দুটি পুকুর থাকে। তাহলেই পুকুরকে কেন্দ্র করে করা যেতে পারে একাধিক চাষ, এমনটাই করে দেখাল বাঁকুড়ার সহজপাঠ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জি

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
Bankura News: অল্প জায়গায় একাধিক ফসল চাষ, পুকুরে মাছ-হাঁস প্রতিপালন! রোজগারের 'সহজপাঠ' বাঁকুড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল