TRENDING:

Money Making Tips: নদীর চরে শুধুই তরমুজ নয়! এই চাষ করেই প্রচুর লাভ পাবেন কৃষকেরা

Last Updated:

Money Making Tips: তরমুজের পাশাপশি মিষ্টি কুমড়োর চাষ করা হচ্ছে নদীর চরে। এতে লাভের মাত্রা বৃদ্ধি পায় অনেকটাই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: জেলা কোচবিহারের তোর্সা, ধরলা, মানসাই নদীর চরে শীতের শেষ থেকেই তরমুজ চাষ শুরু হয়। তবে নদীর চরের মধ্যে শুধুই যে তরমুজ চাষ করা সম্ভব তা নয়। বর্তমান সময়ে জেলার বহু তরমুজ চাষি তরমুজের সঙ্গে মিষ্টি কুমড়োর চাষ করছেন। এই চাষ করতে খুব একটা আলাদা জায়গায় প্রয়োজন হয় না। তাই সহজেই তরমুজের সঙ্গে এই সবজি চাষ করা সম্ভব। এছাড়া এই তরমুজ চাষে ব্যবহৃত সার ও কীটনাশক মিষ্টি কুমড়োর চাষে ব্যবহার করা সম্ভব। এছাড়া জলসেচ দেওয়া সম্ভব খুব সহজেই।
advertisement

তরমুজ চাষি বিক্রম বর্মন জানান, “দীর্ঘ সময় ধরে তাঁরা তরমুজ চাষ করেন। প্রতিবছর এই মরসুমে এই চাষ করেই লাভবান হন তাঁরা। তবে আরেকটি বিষয় হল। তরমুজের পাশাপশি তাঁরা প্রচুর মিষ্টি কুমড়োর চাষও করে থাকেন। এতে লাভের মাত্রা বৃদ্ধি পায় অনেকটাই। একমাসে এক একটি গাছের মিষ্টি কুমড়ো তৈরি হয়ে যায়। এছাড়া এক একটি গাছে আনুমানিক পাঁচ থেকে ছয়টি কুমড়ো সহজেই হয়। তাই লাভ পাওয়া যায় অনেকটাই। খুচরো বিক্রি কিংবা পাইকারি বিক্রি করেও লাভের পরিমাণ থাকে অনেকটাই বেশি এই বিশেষ চাষের ক্ষেত্রে।”

advertisement

আরও পড়ুন: ১৫ বছর পর অবসর নিতে চাইছেন ? বর্তমানে প্রতি মাসে ৫০,০০০ টাকা বিনিয়োগ কি যতেষ্ট হবে? দেখুন হিসেব

তিনি আরোও জানান, “এই চাষ করতে আলাদা করে বিশেষ কিছু সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না। গাছ লাগানোর সময় গোবর সার দিতে হয়। আর পরে কীটনাশক হিসেবে নিম তেল ব্যবহার করতে হয়। এক একটি কুমড়ো পাইকারি প্রায় ১৫ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হয়।” কৃষি অভিজ্ঞ ব্যক্তি অমল রায় জানান, “মিষ্টি কুমড়ো চাষের জন্য গোবর সার, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, বোরাক্স এবং জিংক অক্সাইড সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তবে অবশ্যই নিয়ম মেনে প্রয়োগ করতে হবে।”

advertisement

View More

আরও পড়ুন: টাকা বাড়তেই থাকবে, SIP দেয় এই ৫ বড় সুবিধা, জানলেই বিনিয়োগও হবে স্মার্ট

বর্তমান সময়ে জেলার বহু কৃষক এভাবেই তরমুজ চাষের পাশাপাশি মিষ্টি কুমড়া চাষ করছেন। আর এতেই প্রচুর পরিমাণ লাভের মাত্রা গুনতে পারছেন কৃষকেরা। বছরের পর বছর ধরে এই নিয়মে লাভের পরিমাণ বাড়িয়ে আসছেন এই সমস্ত কৃষকেরা। অন্যান্য কৃষকেরাও চাইলেই এই পদ্ধতি ব্যবহার করে সহজেই নিজেদের লাভের পরিমাণ বাড়াতে পারবেন। তবে কৃষককে চাষের নিয়ম গুলি সম্পর্কে অবশ্যই সঠিক ধারণা রাখতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গৃহশিক্ষকতার স্বল্প উপার্জনে দুঃস্থ আদিবাসী পড়ুয়াদের বই খাতা কলম খাবার কিনে দেন তরুণী
আরও দেখুন

Sarthak Pandit

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: নদীর চরে শুধুই তরমুজ নয়! এই চাষ করেই প্রচুর লাভ পাবেন কৃষকেরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল