আরও পড়ুন: তারাপীঠের পুজোর ফুল পচিয়ে হচ্ছে জৈব সার, কিনছেন চাষিরা
যারা কেমিস্ট্রি, এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছেন তাঁরা সহজেই কোনরকম কোর্স না করেই এই ব্যবসা করতে পারবেন। কিন্তু যারা এই বিষয়ে পড়াশোনা করেননি, কৃষিকাজ সম্পর্কে কোনও জ্ঞান নেই, শিক্ষাগত যোগ্যতা কম তাঁরাও চাইলে এবার থেকে কৃষি সামগ্রীর ব্যবসা করতে পারবেন। কিন্তু তার জন্য এই একটা কোর্স আপনাকে করতে হবে। আর তাহলেই কৃষি সামগ্রী বিক্রির ব্যবসা বা ডিলারশিপের লাইসেন্স পেয়ে যাবেন আপনি।
advertisement
পূর্ব বর্ধমান জেলায় করানো হচ্ছে এই কোর্স। দেওয়া হচ্ছে ট্রেনিং। এই কোর্স প্রসঙ্গে ডিডিএ ট্রেনিং (এটিসি পূর্ব বর্ধমান) খাইরুল আলম জানান, সাধারণভাবে ইনপুট ডিলারদের ট্রেনিং দেন তাঁরা। যারা সরকারের লাইসেন্স নিয়ে বীজ, সার, কীটনাশক বিক্রি করেন তাঁদের ইনপুট ডিলার বলা হয়। এই কোর্সটি করলে কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশুনা না করলেও এখন ইনপুট ডিলার হওয়া যাবে। এই কোর্সের উদ্দেশ্য হল ডিলার বা ব্যবসায়ীরা যেন কৃষককে সঠিক পরামর্শ দিতে পারেন।
এই কোর্সের নাম হল ডেজি ( DAESI)। ডেজি শব্দের পুরো কথা হচ্ছে, ‘ডিপ্লোমা ইন এগ্রিকালচার সার্ভিস ফর ইনপুট ডিলার্স’। এটি এক বছরের কোর্স। এতে কৃষিকাজ সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত করানো হয়। চাষিদের কীভাবে গাইড করবেন সেই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। বৃহস্পতিবার এই ডেজি কোর্সের উদ্বোধন হল পূর্ব বর্ধমান এগ্রিকালচার ট্রেনিং সেন্টার মাটিগাঁথাতে। জেলার বিভিন্ন ব্লক থেকে চাষি এবং ডিলাররা এসেছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে।
এই কোর্স করার জন্য আবেদন করতে হলে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক পাস। কোর্স করার জন্য আপনাকে লিখিত আবেদন জমা দিতে হবে ডিডিএ অথবা নির্দিষ্ট ব্লকের এডিও-এর কাছে।
বনোয়ারীলাল চৌধুরী