TRENDING:

Fish Farming: মাছ চাষেও অত্যাধুনিক প্র‌যুক্তি! জলাশয়ে অক্সিজেন জোগাবে ‌যন্ত্র, খাদ্য ছড়াবে ড্রোন

Last Updated:

কেন্দ্র সরকারের অন্তর্গত কেন্দ্রীয় অন্তরস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের উদ্যোগে মৎস্য চাষের বৃদ্ধি করা ও মৎস্য চাষে যাতে চাষীরা বেশি লাভবান হয় সেই লক্ষ্যে বেশ কিছু অত্যাধুনিক মনের যন্ত্রপাতির ব্যবহার মিনাখাঁয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: মাছ চাষে খাদ্য ছড়াবে ড্রোন, মিনাখাঁয় মাছ চাষে অত্যাধুনিক যন্ত্রপাতি। কেন্দ্র সরকারের অন্তর্গত কেন্দ্রীয় অন্তরস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের উদ্যোগে মৎস্য চাষের বৃদ্ধি করা ও মৎস্য চাষে যাতে চাষীরা বেশি লাভবান হয় সেই লক্ষ্যে বেশ কিছু অত্যাধুনিক মনের যন্ত্রপাতি ও মাছের বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু ঔষধ আবিষ্কার করা হয়েছে। সেই সমস্ত যন্ত্রপাতি ও ঔষধ নিয়ে ভারতবর্ষের মধ্যে এই প্রথম মিনাখাঁর বেদমারি বাজার সংলগ্ন একটি ফিশারিতে পরীক্ষা মূলক এক কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি বড় বড় ফিসারিতে মাছের খাবার ছড়ানোর জন্য অনেক বেশি শ্রম দিতে হয় ও সঠিকভাবে মাছের খাবার ছড়ানো যায় না। সেই সমস্যা দূর করতে অত্যাধুনিক মনের একটি ড্রোন তৈরি করা হয়েছে। সেই ড্রোনের মাধ্যমে ফিশারির বিভিন্ন জায়গায় সঠিকভাবে অল্প সময়ে মাছের খাবার ছড়ানো সম্ভব হবে।
advertisement

আরও পড়ুন: ধোঁয়া ওঠা বিরিয়ানি দেখলেই জিভে জল! বলুন তো কোথা থেকে, কীভাবে তৈরি হল এই খাবার? জানুন অজানা ইতিহাস

এছাড়াও ফিশারিতে সঠিক মাত্রায় অক্সিজেন না থাকার ফলে ফিসারির মাছ নষ্ট হয়ে যায় সেই জন্য ফিশারিতে সঠিক পরিমাণ অক্সিজেন দেওয়ার জন্য অত্যাধুনিক মানের একটি বিশেষ মেশিন তৈরি করা হয়েছে। নির্দিষ্ট মাত্রার নিচে অক্সিজেন চলে আসলে অটোমেটিক মেশিন অক্সিজেন দিতে শুরু করবে পাশাপাশি ফিশারি মালিকের মোবাইলে একটি মেসেজ চলে যাবে। সঙ্গে সঙ্গে একদিকে যেমন ফিসারি মালিক জলে অক্সিজেনের জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে, তেমনি অটোমেটিক মেশিন চালু হয়ে যাওয়ার জন্য জলে অক্সিজেনের মাত্রা ঠিক হয়ে যাবে। সেই সঙ্গে মাছের বিভিন্ন ধরনের অসুখ হয়ে থাকে তার জন্য অনেক সময় মাছ মারা যায়। সেই সংক্রমণ অর্থাৎ মাছের অসুখের হাত থেকে বাঁচানোর জন্য সেই ঔষধ গুলো কিভাবে কোন সময় এবং কত মাত্রায় প্রয়োগ করতে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে এলাকার বেশ কিছু মৎস্য চাষীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/কৃষি/
Fish Farming: মাছ চাষেও অত্যাধুনিক প্র‌যুক্তি! জলাশয়ে অক্সিজেন জোগাবে ‌যন্ত্র, খাদ্য ছড়াবে ড্রোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল