আরও পড়ুন: সমস্যা এড়াতে এখনই কাজ সেরে নিন, এই সপ্তাহে টানা চারদিন বন্ধ ব্যাঙ্ক!
প্রি ম্যাচিউর উইথড্রয়েল ও নন উইথড্রয়েল, দুটি ক্যাটাগরির জন্য ৫ কোটি বা তার বেশি টাকার এফডি-র সুদের হার বদল করেছে IndusInd Bank ৷ ৬১ মাসের বেশি এবং ১০ বছরের জন্য ১০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকার মধ্যে জমা টাকায় ৪.৯ শতাংশ সুদ মিলবে ৷ ৬১ মাসের উপর এবং ১০ বছরের জন্য ৫ কোটি থেকে ৫.৫ কোটি টাকা এবং ৫.৭৫ কোটি থেকে ১০ কোটি টাকা জন্য এবার থেকে এ৪.৮ শতাংশ সুদ দেবে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৷
advertisement
আরও পড়ুন: হোলিতে বিপুল সস্তায় মিলতে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডার,কত টাকা দিতে হবে
১ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৫.৫০ কোটি থেকে ৫.৭৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিটে ৪.২৫ শতাংশ সুদ দিচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৷ ৭ দিন থেকে ১ বছরের কম এফডি-তে মিলবে ৩.১-৩.৫ শতাংশ সুদ ৷ ৫.৫ কোটি টাকা থেকে ১০ কোটি টাকার এফডি ছাড়া ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ১ বছরের বেশি এবং ৬১ মাসের কম এফডিতে ৪.৭ শতাংশ থেকে ৪.৮৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ ৭ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৩.১ শতাংশ থেকে ৪.৭৫ শতাংশ সুদ ৷ নন উইথড্রয়েস এফডি-র জন্য ৫ কোটি টাকা থেকে শুরু হয়ে ১০০ কোটি টাকা পর্যন্ত মিলবে ৩.১ শতাংশ থেকে ৫ শতাংশ সুদের হার ৷
আরও পড়ুন: তেলের দাম আকাশছোঁয়া, বিমান ভাড়ায় বিপুল রদবদল! অবশ্যই জানুন...
সময়ের আগে উইথড্রয়েলের ক্ষেত্রে কী হবে
টাকা জমা দেওয়ার ৭ দিনের মধ্যে এবং ম্যাচিউরিটির আগে টাকা তুলে নিলে ব্যাঙ্কের তরফে কোনও সুদ দেওয়া হবে না ৷ সময়ের আগে টাকা তুললে ব্যাঙ্কের তরফে ১ শতাংশ পেনাল্টি নেওয়া হয় ৷ নন উইথড্রয়েল টার্মের ক্ষেত্রে ম্যাচিউরিটির আগে টাকা তোলার সুবিধা মিলবে না ৷