TRENDING:

HDFC ও স্টেট ব্যাঙ্কের পর এবার এই ব্যাঙ্কও সুদের হার বাড়াল ফিক্সড ডিপোজিটে

Last Updated:

নতুন সুদের হার ১৪ মার্চ ২০২২ থেকে লাগু করে দেওয়া হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক ও অ্যাক্সিস ব্যাঙ্কের পর এবার ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল ৷ IndusInd Bank এর নতুন সুদের হার ১৪ মার্চ ২০২২ থেকে লাগু করে দেওয়া হয়েছে ৷
advertisement

আরও পড়ুন: সমস্যা এড়াতে এখনই কাজ সেরে নিন, এই সপ্তাহে টানা চারদিন বন্ধ ব্যাঙ্ক!

প্রি ম্যাচিউর উইথড্রয়েল ও নন উইথড্রয়েল, দুটি ক্যাটাগরির জন্য ৫ কোটি বা তার বেশি টাকার এফডি-র সুদের হার বদল করেছে IndusInd Bank ৷ ৬১ মাসের বেশি এবং ১০ বছরের জন্য ১০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকার মধ্যে জমা টাকায় ৪.৯ শতাংশ সুদ মিলবে ৷ ৬১ মাসের উপর এবং ১০ বছরের জন্য ৫ কোটি থেকে ৫.৫ কোটি টাকা এবং ৫.৭৫ কোটি থেকে ১০ কোটি টাকা জন্য এবার থেকে  এ৪.৮ শতাংশ সুদ দেবে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৷

advertisement

আরও পড়ুন: হোলিতে বিপুল সস্তায় মিলতে চলেছে রান্নার গ্যাস সিলিন্ডার,কত টাকা দিতে হবে

১ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৫.৫০ কোটি থেকে ৫.৭৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিটে ৪.২৫ শতাংশ সুদ দিচ্ছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৷ ৭ দিন থেকে ১ বছরের কম এফডি-তে মিলবে ৩.১-৩.৫ শতাংশ সুদ ৷ ৫.৫ কোটি টাকা থেকে ১০ কোটি টাকার এফডি ছাড়া ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ১ বছরের বেশি এবং ৬১ মাসের কম এফডিতে ৪.৭ শতাংশ থেকে ৪.৮৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ ৭ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি-তে মিলবে ৩.১ শতাংশ থেকে ৪.৭৫ শতাংশ সুদ ৷ নন উইথড্রয়েস এফডি-র জন্য ৫ কোটি টাকা থেকে শুরু হয়ে ১০০ কোটি টাকা পর্যন্ত মিলবে ৩.১ শতাংশ থেকে ৫ শতাংশ সুদের হার ৷

advertisement

আরও পড়ুন: তেলের দাম আকাশছোঁয়া, বিমান ভাড়ায় বিপুল রদবদল! অবশ্যই জানুন...

সময়ের আগে উইথড্রয়েলের ক্ষেত্রে কী হবে

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

টাকা জমা দেওয়ার ৭ দিনের মধ্যে এবং ম্যাচিউরিটির আগে টাকা তুলে নিলে ব্যাঙ্কের তরফে কোনও সুদ দেওয়া হবে না ৷ সময়ের আগে টাকা তুললে ব্যাঙ্কের তরফে ১ শতাংশ পেনাল্টি নেওয়া হয় ৷ নন উইথড্রয়েল টার্মের ক্ষেত্রে ম্যাচিউরিটির আগে টাকা তোলার সুবিধা মিলবে না ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
HDFC ও স্টেট ব্যাঙ্কের পর এবার এই ব্যাঙ্কও সুদের হার বাড়াল ফিক্সড ডিপোজিটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল