আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি করল IOCL, দেখে নিন আপনার শহরে বাড়ল না কমল....
দিল্লি-এনসিআর এ দুধের সবচেয়ে বেশি সাপ্লাই করা ডেয়ারি সংস্থা মাদার ডেয়ারি জানিয়েছে, প্রোডাকশন কস্ট বাড়ার জেরে দুধের দাম বাড়ানো হয়েছে ৷ আমুল দাম বাড়ানোর কয়েকদিন পর এবার মাদার ডেয়ারি দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ ১ মার্চ ২০২২ দুধের দাম ২ টাকা করে বাড়িয়েছিল আমুল ৷
advertisement
আরও পড়ুন: অ্যালার্ট জারি করল SBI! KYC-র নামে আসা লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না
নতুন দাম লাগু করা হবে ৬ মার্চ থেকে
মাদার ডেয়ারির দুধের দাম বাড়ার পর ৬ মার্চ থেকে টোনড দুধ (Mother Dairy Toned Milk Price) ৪৯ টাকা প্রতি লিটার হিসেবে পাওয়া যাবে ৷ এতদিন পর্যন্ত এর দাম ছিল ৪৭ টাকা ছিল ৷ এবার ডবল টোনড দুধের দাম (Mother Dairy Double Toned Milk Price) ৪১ টাকা থেকে বাড়িয়ে ৪৩ টাকা প্রতি লিটার করা হয়েছে ৷ ফুল ক্রিম দুধের দামের (Mother Dairy Full Cream Milk Price) ৫৭ টাকা থেকে বাড়িয়ে ৫৯ টাকা করা হয়েছে ৷
আরও পড়ুন: প্রতি মাসে ৫ লক্ষ টাকা আয় করতে চান ? দেখে নিন কী করতে হবে...
এবার মাদার ডেয়ারির বুথে পাওয়া যায় যে টোনড দুধ (Mother Dairy Booth Milk Price) তার দাম ৪৪ টাকা থেকে বেড়ে ৪৬ টাকা প্রতি লিটার করা হয়েছে ৷ মাদার ডেয়ারি গরুর দুধের দাম (Mother Dairy Cow Milk Price) ৪৯ টাকা থেকে বেড়ে ৫১ টাকা করা হয়েছে ৷
অন্যদিকে, সুপার টি দুধের দাম ২৬ টাকা থেকে বাড়িয়ে ২৭ টাকা করা হয়েছে ৷ হাফ লিটার প্যাকিংয়ের ফুল ক্রিম দুধের দাম ৩০ টাকা, টোনড দুধের জন্য ২৫ টাকা, ডবল টোনড দুধের জন্য ২২ টাকা এবং গরুর দুধের জন্য ২৬ টাকা দিতে হবে ৷