TRENDING:

Active Passive Mutual Fund: অ্যাকটিভ না প্যাসিভ! জানেন, কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবচেয়ে বেশি লাভজনক

Last Updated:

Mutual Fund Investment: আশ্চর্যজনক ভাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত মিউচুয়াল ফান্ড সম্পদের প্রায় ৪০ শতাংশ প্যাসিভ ফান্ডে রাখা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সাধারণ বিনিয়োগকারীদের জন্য সূচক ফান্ডকেই আদর্শ ইক্যুইটি বিনিয়োগ বলেই মনে করেন বিশেষজ্ঞরা। বিনিয়োগ জগতের কিংবদন্তী ওয়ারেন বাফেট (Warren Buffett) বলেন, “ইনডেক্স ফান্ড বা সূচক ফান্ড হল সাধারণ বিনিয়োগকারীদের জন্য ইক্যুইটি বিনিয়োগের সবচেয়ে উপযুক্ত বিকল্প। যাঁদের বিনিয়োগ সম্পর্কে বেশি জ্ঞান নেই, তাঁরাও পর্যায়ক্রমে এবং নিয়মিত ভাবে ইনডেক্স ফান্ডে বিনিয়োগ করে এক জন অভিজ্ঞ পেশাদার বিনিয়োগকারীকে ছাড়িয়ে যেতে পারেন।”
Mutual Fund Investment
Mutual Fund Investment
advertisement

কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজ দ্বারা পরিচালিত একটি সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, গত ৩ বছর এবং ৫ বছরের বেশি মেয়াদের মধ্যে ৬০ শতাংশ ফান্ড তাদের বেঞ্চমার্ক সূচকের তুলনায় কম পারফর্ম করেছে।

আরও পড়ুন- "আরজেডি মন্ত্রীরা কোনও নতুন গাড়ি কিনবেন না:" একগুচ্ছ নির্দেশ তেজস্বী যাদবের

মিউচুয়াল ফান্ডে বিশ্বব্যাপী এই ট্রেন্ডই দেখা গিয়েছে। এসঅ্যান্ডপি ডাও জোনস (S&P Dow Jones)-এর ২০২১ সালের বার্ষিক SPIVA রিপোর্ট অনুযায়ী, সক্রিয় ভাবে পরিচালিত সমস্ত মার্কিন মিউচুয়াল ফান্ডের ৮০ শতাংশ তাদের বেঞ্চমার্ক সূচকের তুলনায় খারাপ পারফর্ম করেছে।

advertisement

আশ্চর্যজনক ভাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত মিউচুয়াল ফান্ড সম্পদের প্রায় ৪০ শতাংশ প্যাসিভ ফান্ডে রাখা হয়। প্রশ্ন হচ্ছে কেন?

অ্যাকটিভ বনাম প্যাসিভ:

একটি সক্রিয় ভাবে পরিচালিত মিউচুয়াল ফান্ডের দুটি স্বতন্ত্র বিষয় থাকে। প্রথমটি হল এক জন পেশাদার ম্যানেজার, যিনি ফান্ডের বিনিয়োগ পরিচালনা করেন এবং বাজারের পরিস্থিতিকে সর্বাধিক কাজে লাগানোর চেষ্টা করে থাকেন। বিনিয়োগকারীদের এই ম্যানেজারকে ফান্ডের অধীনে থাকা মোট সম্পদের (AUM) কিছু শতাংশ রিটার্ন প্রদান করতে হয়। সাধারণত, AUM-এর প্রায় ০.৫ থেকে ২.৫ শতাংশ ফান্ড ম্যানেজারকে দিতে হয়। এই ধরনের ফান্ডকে বলা হয় অ্যাকটিভ ফান্ড। প্যাসিভ ফান্ডের ক্ষেত্রে আবার নিয়মিত পরিচালনার প্রয়োজন হয় না। এ-ক্ষেত্রে শুধুমাত্র বেঞ্চমার্ক সূচককে রেপ্লিকেট করে বিনিয়োগ করা হয়।

advertisement

কম খরচ এবং সহজ প্রক্রিয়ার জন্য বিনিয়োগকারীরা প্যাসিভ ফান্ডের দিকে আকৃষ্ট হচ্ছেন। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া (এএমএফআই)-এর সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২২ সালের জুলাই মাসে ৯৫টি সূচক স্কিমে ৬,৭৭০.২৩ কোটি টাকার বিনিয়োগ দেখা গিয়েছে। ২০২২ সালের প্রথম ত্রৈমাসিক এই ফান্ডগুলিতে মোট ১৯,০৮৬.২৭ কোটি টাকার বিনিয়োগ হয়েছিল।

আরও পড়ুন- "আমি কর দিই, তৃণমূলের অনেকের প্যান কার্ডও নেই,"সম্পত্তি বৃদ্ধি প্রসঙ্গে শুভেন্দু

advertisement

অ্যাকটিভ ফান্ডকে কেন বাদ দেওয়া উচিত নয়?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পোর্টফোলিও থেকে অ্যাকটিভ ফান্ডকে বাদ দেওয়া একেবারেই ভালো বিকল্প নয়। কোটাকের একই গবেষণায় আরও দেখা গিয়েছে যে, গত ১০ বছরে সক্রিয় ভাবে পরিচালিত ৮০ শতাংশ AUM তাদের সংশ্লিষ্ট মানদণ্ডকে ছাড়িয়ে গিয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Active Passive Mutual Fund: অ্যাকটিভ না প্যাসিভ! জানেন, কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবচেয়ে বেশি লাভজনক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল