আরবিআই ডেটা স্টোরেজ পলিসিতে সংশোধিত গাইডলাইন নিয়ে তৈরি রয়েছে যা জানুয়ারি ২০২২ থেকে লাগু করা হতে পারে ৷ সংশোধিত রেগুলেশন পেমেন্ট এগ্রিগেটার্স ও মার্চেন্ট যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, নেটফ্লিক্স ইত্যাদিকে গ্রাহকদের কার্ডের তথ্য তাদের সার্ভার বা ডেটাবেসে স্টোর করা থেকে আটকাবে ৷
পেমেন্ট গেটওয়ে সংস্থা গ্রাহকদের কার্ড ডিটেল স্টোর করতে পারবে না-
advertisement
নয়া নিয়ম অনুযায়ী, অনলাইন মার্চেন্ট, ই-কমার্স ওয়েবসাইট ও পেমেন্ট এগ্রিগেটর ও অনলাইন গ্রাহকদের কার্ড ডিটেল স্টোর করার অনুমতি দেওয়া হবে না ৷ অর্থাৎ অনলাইন পেমেন্টের জন্য আপনার কার্ড ভেরিফিকেশন ভ্যালু বা সিভিভি (CVV) দেওয়ার বদলে কার্ডের সমস্ত ডিটেল যেমন নাম,কার্ড নম্বর ও কার্ডের ভ্যালিডিটি দিতে হবে ৷
বর্তমানে প্রতিবার ১৬ ডিজিটের কার্ড নম্বর দিতে হয় না
বর্তমানে যে কোনও অনলাইন ওয়েবসাইটে দ্বিতীয় বার পেমেন্ট করার জন্য কেবল সিভিভি ও ওটিপি দিতে হয় ৷