TRENDING:

RBI New Guidelines: জানুয়ারি থেকে বদলাতে পারে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের পদ্ধতি

Last Updated:

জানুয়ারি ২০২২ থেকে পেমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম বদলাতে পারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ডেবিট ও ক্রেডিট কার্ডে ১৬ ডিজিটের নম্বর থাকে ৷ এই নম্বর কারোর পক্ষেই মনে রাখা সম্ভব নয় ৷ তার উপর সকলের প্রায় একের বেশি কার্ড থাকে ৷ সে ক্ষেত্রে আলাদা আলাদা কার্ডের আলাদা কার্ড নম্বর মনে রাখা প্রায় অসম্ভব ৷ তবে রিজার্ভ ব্যাঙ্ক শীঘ্রই একটি নতুন নিয়ম আনতে চলেছে যার জেরে কার্ডের ১৬ ডিজিটের নম্বর মনে রাখতে হতে পারে সকলকে ৷ জানুয়ারি ২০২২ থেকে পেমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম বদলাতে পারে ৷ নতুন নিয়মে পেমেন্টের জন্য ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর দিতে হতে পারে ৷
advertisement

আরবিআই ডেটা স্টোরেজ পলিসিতে সংশোধিত গাইডলাইন নিয়ে তৈরি রয়েছে যা জানুয়ারি ২০২২ থেকে লাগু করা হতে পারে ৷ সংশোধিত রেগুলেশন পেমেন্ট এগ্রিগেটার্স ও মার্চেন্ট যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, নেটফ্লিক্স ইত্যাদিকে গ্রাহকদের কার্ডের তথ্য তাদের সার্ভার বা ডেটাবেসে স্টোর করা থেকে আটকাবে ৷

পেমেন্ট গেটওয়ে সংস্থা গ্রাহকদের কার্ড ডিটেল স্টোর করতে পারবে না-

advertisement

নয়া নিয়ম অনুযায়ী, অনলাইন মার্চেন্ট, ই-কমার্স ওয়েবসাইট ও পেমেন্ট এগ্রিগেটর ও অনলাইন গ্রাহকদের কার্ড ডিটেল স্টোর করার অনুমতি দেওয়া হবে না ৷ অর্থাৎ অনলাইন পেমেন্টের জন্য আপনার কার্ড ভেরিফিকেশন ভ্যালু বা সিভিভি (CVV) দেওয়ার বদলে কার্ডের সমস্ত ডিটেল যেমন নাম,কার্ড নম্বর ও কার্ডের ভ্যালিডিটি দিতে হবে ৷

বর্তমানে প্রতিবার ১৬ ডিজিটের কার্ড নম্বর দিতে হয় না

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বর্তমানে যে কোনও অনলাইন ওয়েবসাইটে দ্বিতীয় বার পেমেন্ট করার জন্য কেবল সিভিভি ও ওটিপি দিতে হয় ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI New Guidelines: জানুয়ারি থেকে বদলাতে পারে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টের পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল