রেল বিভাগ যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কয়েকটি নতুন নিয়ম চালু করেছে। বিশেষ করে দীপাবলি চলাকালীন সুরক্ষার কথা মাথায় রেখেই এই নিয়মগুলি আনা আনা হয়েছে। ভারতীয় রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ট্রেনে যাত্রা করার সময় যাত্রীরা আতসবাজি জাতীয় কোনও জ্বলনশীল পদার্থ সঙ্গে নিয়ে যেতে পারবেন না। যাত্রীদের সুবিধার্থে নিষিদ্ধ পণ্যের একটি তালিকাও জারি করা হয়েছে। যদি কোনও যাত্রী এই নিয়ম লঙ্ঘন করেন তবে তাঁর জেল পর্যন্ত হতে পারে।
advertisement
আরও পড়ুন: কোটি কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে টাকা, আপনার ব্যালেন্স চেক করেছেন
নিষিদ্ধ তালিকায় কী কী রয়েছে?
ভারতীয় রেল বিভাগের তরফে একটি ট্যুইট করে জানানো হয়েছে, যদি কোনও যাত্রী আতসবাজি, পেট্রোল-ডিজেল বা অন্যান্য জ্বলনশীল পদার্থ নিয়ে ট্রেনে ভ্রমণ করেন তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনে আতসবাজি বহন করলে যাত্রীদের জন্য ঝুঁকির পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং যাঁরা এমন করবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি প্রকাশিত তালিকা ছাড়াও, ট্রেনে স্টোভ এবং গ্যাস বহনেও নিষেধাজ্ঞা রয়েছে।
আরও পড়ুন: কালীপুজো ও দীপাবলিতে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, সমস্যা হতে পারে ক্যাশ পেতে
ট্রেন বা স্টেশন চত্বরে এই কাজগুলি করা যাবে না
রেল বিভাগ নির্দেশ দিয়ে জানিয়েছে যে ট্রেন বা রেল স্টেশনের আশেপাশে আতসবাজি বা গ্যাস জ্বালানো যাবে না। এছাড়া, ট্রেনে তো বটেই, স্টেশনের আশেপাশেও সিগারেট খাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রায়ই দেখা যায়, স্টেশন চত্বরে অনেক যাত্রী স্টোভে রান্না করতে শুরু করেন। ভারতীয় রেল স্পষ্ট জানিয়েছে জানিয়েছে যে রেল বা স্টেশন চত্বরে গ্যাস বা স্টোভ জ্বালানো যাবে না। এছাড়া, কেরোসিন জাতীয় জ্বলনশীল পদার্থকেও নিষিদ্ধের তালিকায় যুক্ত করা হয়েছে।
কত টাকা জরিমানা হবে?
রেলওয়ে অ্যাক্ট, ১৯৮৯, ধারা ১৬৪ এবং ১৫৪ অনুযায়ী, যদি কোনও যাত্রীকে আতসবাজি, স্টোভ, গ্যাস এবং পেট্রোলের মতো জ্বলনশীল পদার্থ দিয়ে ট্রেনে ভ্রমণ করতে দেখা যায় তবে তাঁর ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে। এছাড়া, যাত্রীর ৩ বছর পর্যন্ত জেলও হতে পারে।