PM Kisan: কোটি কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে টাকা, আপনার ব্যালেন্স চেক করেছেন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
পিএম কিষান যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে কি ? চেক করে নিন স্টেটাস ৷
advertisement
এদিন নয়াদিল্লিতে ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলন উদ্বোধন করলেন এবং এর সঙ্গে দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে মোট ১৬,০০০ কোটি টাকা ১২তম কিস্তির জন্য টাকা ট্রান্সফার করলেন ৷ এই যোজনায় কেন্দ্র সরকার কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা পাঠিয়ে থাকে ৷ প্রত্যেক চার মাস অন্তর ২০০০ টাকা করে ট্রান্সফার করে থাকে কেন্দ্র সরকার ৷ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে ৷
advertisement
পিএম কিষান যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে কি ? চেক করে নিন স্টেটাস ৷ এর জন্য প্রথমে ওয়েবসাইটে pmkisan.gov.in যেতে হবে ৷ এখানে ডান দিকে ফার্মার কর্নারে ক্লিক করে বেনিফিশিয়ারি স্টেটাসে ক্লিক করতে হবে ৷ এরপর আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর ও ফোন নম্বরে অপশন দেখা যাবে ৷ আধার নম্বর দিয়ে Get Data এ ক্লিক করতেই সমস্ত তথ্য আপনার সামনে চলে আসবে ৷
advertisement
এই ভাবে চেক করে নিন লিস্ট - পিএম কিষান যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে কি ? চেক করে নিন স্টেটাস ৷ এর জন্য প্রথমে ওয়েবসাইটে pmkisan.gov.in যেতে হবে ৷ এখানে ডান দিকে ফার্মার কর্নারে ক্লিক করে বেনিফিশিয়ারি স্টেটাসে ক্লিক করতে হবে ৷ এরপর আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর ও ফোন নম্বরে অপশন দেখা যাবে ৷ আধার নম্বর দিয়ে Get Data এ ক্লিক করতেই সমস্ত তথ্য আপনার সামনে চলে আসবে ৷
advertisement
পিএম কিষান যোজনার টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে কি ? চেক করে নিন স্টেটাস ৷ এর জন্য প্রথমে ওয়েবসাইটে pmkisan.gov.in যেতে হবে ৷ এখানে ডান দিকে ফার্মার কর্নারে ক্লিক করে বেনিফিশিয়ারি স্টেটাসে ক্লিক করতে হবে ৷ এরপর আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর ও ফোন নম্বরে অপশন দেখা যাবে ৷ আধার নম্বর দিয়ে Get Data এ ক্লিক করতেই সমস্ত তথ্য আপনার সামনে চলে আসবে ৷
advertisement