কাজ করতে হতে পারে ১২ ঘণ্টা
নতুন ড্রাফ্টে (New Wage Code)কাজের অধিকতম সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তবে লেবর ইউনিয়ন ১২ ঘণ্টা কাজের সময়ের বিরোধিতা করেছে ৷ কোডের ড্রাফ্ট নিয়মে ১৫ থেকে ৩০ মিনিটের বেশি কাজ করলে সেটা ৩০ মিনিট ধরে ওভারটাইমে সামিল করা হবে ৷ বর্তমান নিয়মে ৩০ মিনিট অতিরিক্ত কাজ করলে সেটা ওভারটাইম হিসেবে ধরা হয় ৷ ড্রাফ্ট নিয়মে কোনও কর্মচারীকে দিয়ে লাগাতার ৫ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না ৷ কর্মীদের প্রত্যেক ৫ ঘণ্টা পর আধ ঘণ্টার বিরতি দিতে হবে ৷
advertisement
সপ্তাহে ৩ দিন ছুটি মিলবে
নয়া লেবর কোডের নিয়ম (New Wage Code) অনুযায়ী এই বিকল্প রাখা হয়েছে ৷ এখানে কর্মচারী এবং সংস্থা নিজেদের সহমত প্রকাশ করে এই সিদ্ধান্ত নিতে পারবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, সপ্তাহে কর্মীদের দিয়ে অধিকতম ৪৮ ঘণ্টা কাজ করানো যাবে ৷ সপ্তাহে কাজের দিন ৫ থেকে কমিয়ে ৪ করা হতে পারে ৷ তাহলে সপ্তাহে ছুটি পেয়ে যাবেন ৩ দিন ৷
১ অক্টোবর থেকে বদলাতে চলেছে বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ম
নয়া লেবর কোড (New Wage Code) সরকার ১ এপ্রিল থেকে লাগু করতে চেয়েছিল কিন্তু রাজ্যগুলি প্রস্তুত নয় বলে এই সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয় ৷ তবে এবার লেবর মন্ত্রক ও মোদি সরকার নতুন লেবর কোড ১ অক্টোবর থেকে লাগু করতে চাইছে ৷ সংসদে এপ্রিল ২০১৯-এ তিনটি লেবর কোড- ইন্ডিস্ট্রিয়াল রিলেশন, কাজের সুরক্ষা , হেলথ ও ওয়ার্কিং কন্ডিশন ও সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত নিয়মে বদল করা হয়েছে ৷ এই নিয়ম সেপ্টেম্বর ২০২০-তে পাস হয়ে গিয়েছিল ৷
কমবে বেতন ও বাড়বে পিএফ
নয়া ড্রাফ্টের নিয়ম অনুযায়ী, বেসিক স্যালারি মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হতে হবে ৷ এর জেরে বেশির ভাগ কর্মীদের স্যালারি বদলে যেতে চলেছে ৷ বেসিক স্যালারি বাড়লে পিএফ ও গ্র্যাচিউরিটির জন্য বেশি টাকা কাটা হবে ৷ এর জেরে ইন হ্যান্ড স্যালারি কমে যেতে চলেছে ৷ পিএফ ও গ্র্যাচিউরিটর টাকা বেড়ে যেতে চলেছে ৷