আরও পড়ুন: এবার আপনার শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম ? জেনে নিন কত হল
সরকারের তরফে জানানো হয়েছে, নয়া নিয়ম অনুযায়ী রেশন কার্ডের নম্বর আসার পরই পরিবারের যে কোনও একজন সদস্য পিএম কিষানের (PM Kisan Samman Nidhi) সুবিধা নিতে পারবেন ৷ এবার থেকে যোজনায় নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রেশন কার্ড থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ এর পাশাপাশি ডকুমেন্টের সফ্ট কপি পোর্টালে আপলোড করতে হবে ৷
advertisement
রেজিস্ট্রেশন করানোর সময় খেয়াল রাখতে হবে যা যা....
প্রধানমন্ত্রী কিষান যোজনায় প্রথম বার রেজিস্ট্রেশন করতে চাইলে রেশন কার্ডের নম্বর আপলোড করতে হবে ৷ নয়া নিয়ম অনুযায়ী, জমির কাগজ, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুক জমা করা আর বাধ্যতামূলক নয় ৷ এবার থেকে সফ্ট কপি জমা দিলেই হবে ৷ এর জেরে যোজনার নামে চলতে থাকে জালিয়াতির উপর কিছু নিয়ন্ত্রণ করা যাবে ৷
আরও পড়ুন: হোলির আগে জলের দরে সোনা? কলকাতায় ফের দামে ধামাকা পতন
এপ্রিল মাসে মিলবে আগামী কিস্তির টাকা-
সরকার পিএম কিষান যোজনার আগামী কিস্তি অর্থাৎ ১১ তম কিস্তির টাকা এপ্রিলেই জারি করতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷ সরকারের তরফে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার সমস্ত প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে ৷ যোজনার সুবিধা নেওয়ার জন্য শীঘ্রই রেজিস্ট্রেশন করতে হবে ৷
আরও পড়ুন: বাড়িতে বসেই এই জরুরি কাজটি সেরে নিন, না হলে অ্যাকাউন্টে ক্রেডিট হবে না টাকা
প্রতি বছর এই টাকা দিয়ে থাকে সরকার -
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দেশের কোটি কোটি কৃষদের আর্থিক সাহায্য করে থাকে সরকার ৷ বছরে ৬০০০ টাকা তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ৷ আপনি যদি এখনও এই যোজনার সুবিধা না পেয়ে থাকেন শীঘ্রই করিয়ে নিন রেজিস্ট্রেশন ৷