আরও পড়ুন: রাস্তায় থাকবে না Alto, Wagon বা Celerio! মারুতি বন্ধ করতে পারে ছোট গাড়ি উৎপাদন
দেখে নিন কোন কোন জিনিসের দাম বাড়ল ?
-ব্যাঙ্কের চেক ইস্যু করার উপরে যে ফি কাটা হয়, তার উপরেও কাটা হবে ট্যাক্স।
- শুকনো সবজি, গম এবং আটা, গুড়, মুড়ি ইত্যাদির মতো অরগানিক ফুড এবং জুটে এখন থেকে ৫ শতাংশ ট্যাক্স দিতে হবে।
advertisement
- প্রিন্টিং, রাইটিং, ড্রয়িং ইত্যাদির সামগ্রী ছাড়াও ছুরি, চামচ, টেবিল পেপার, ডেয়ারি মেশিনারি, এলইডি বাল্বের উপরেও ১২ শতাংশ জিএসটি বাড়িয়ে ১৮ শতাংশ করে দেওয়া হয়েছে।
- সোলার ওয়াটার হিটার এবং ফিনিশড লেদারের উপরেও জিএসটি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে।
-এবার হোটেল রুম যার দৈনিক ভাড়া ১০০০ টাকার কম সেখানেও বসতে চলেছে কর। ১২ শতাংশ জিএসটি-র আওতায় পড়বে ৷
আরও পড়ুন: সেভিংস অথবা FD-র মতো মিউচুয়াল ফান্ডে কেন নির্দিষ্ট হারে রিটার্ন মেলে না ?
কোন কোন জিনিসের দাম কমল ?
-রোপওয়ে রাইডে জিএসটি হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে ৷
- পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে ৷
- অর্থোপেডিক যন্ত্রপাতির জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে ৷