TRENDING:

Gold Limit: জেনে নিন কত ভরি পর্যন্ত সোনা আপনি কিনতে বা রাখতে পারেন, বেশি থাকলে পড়তে হতে পারে মহা সঙ্কটে.....

Last Updated:

Gold Limit: সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) বাড়িতে সোনা রাখার লিমিট করে দিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ইডি মামলায় শিরোনামে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ ক্যাশ ও লক্ষ লক্ষ টাকার সোনা পাওয়া গিয়েছে ৷ ইডি হানায় অর্পিতার বাড়ি থেকে প্রায় ৫০ কোটির বেশি ক্যাশ পাওয়ার পাশাপাশি বিপুল অঙ্কের সোনার গয়না, সোনার বার ইত্যাদি উদ্ধার হয়েছে ৷ এরপর থেকেই সবার মনে প্রশ্ন উঠেছে যে একজন ব্যক্তি কতটা সোনা নিজের কাছে রাখতে পারেন ৷
advertisement

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) বাড়িতে সোনা রাখার লিমিট করে দিয়েছে ৷ একজন পুরুষ নিজের কাছে কেবল ১০০ গ্রাম সোনা রাখতে পারবেন ৷ অবিবাহিত মহিলারা নিজেদের কাছে ২৫০ গ্রাম সোনা এবং বিবাহিত মহিলা ৫০০ গ্রাম পর্যন্ত সোনা রাখতে পারবেন ৷ এই পরিমাণ সোনা রাখলে তার জন্য কোনও প্রুফ রাখার দরকার নেই ৷ আপনার বাড়িতে কোনও কারণে সার্চ হলে এই সংখ্যক সোনা পাওয়া গেলে সেটি বাজেয়াপ্ত করা হবে না ৷

advertisement

আরও পড়ুন: বিভিন্ন যোজনায় কোথায় বেশি সুদ পাওয়া যায়? টাকা খাটান বুদ্ধি করে!

লিমিটের থেকে বেশি সোনা থাকলেও বাঁচতে পারবেন কিছু শর্তে-

CBDT নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট লিমিটের বেশি সোনা বাড়ি থেকে পাওয়া গেলে অ্যাসেসিং অফিসার না চাইলে সেটা বাজেয়াপ্ত নাও করতে পারেন ৷ পরিবারের রীতি-নীতি মাথায় রেখে অনেক সময়ই ছাড় দেওয়া হয়ে থাকে ৷ কিন্তু যদি অত্যাধিক মাত্রায় সোনা পাওয়া যায় তাহলে সেটি বাজেয়াপ্ত করা হবে ৷ আরও একটা বিষয় সোনাটা পরিবারের সদস্যদের গয়না হিসেবে থাকা দরকার ৷ অন্য কোনও ব্যক্তির হলে সেটি বাজেয়াপ্ত করা হবে ৷

advertisement

এছাড়া আপনার কাছে পাকা বিল এবং আয়ের সূত্রের প্রমান থাকে এবং নিজের আয় থেকে সোনা কিনে থাকলে যত ইচ্ছে সোনা নিজের কাছে রাখতে পারবেন ৷

আরও পড়ুন: বাড়ল না কমল? কেনার আগে অবশ্যই চেক করে নিন সোনার আজকের লেটেস্ট দাম

সেরা ভিডিও

আরও দেখুন
বসে না থেকে মাত্র ৮০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে রোজগার হবে মোটা টাকা! 
আরও দেখুন

আপনি যদি উপহার হিসাবে সোনার গয়না পেয়ে থাকেন বা উত্তরাধিকার সূত্রে 50,000 টাকার কম মূল্যের গয়না পেয়ে থাকেন, তাহলে তা করযোগ্য নয়। তবে সে ক্ষেত্রে প্রমান দিতে হবে যে গয়নাটি উপহার বা উত্তরাধিকার সূত্রে পাওয়া ৷ উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনার ক্ষেত্রে ফ্যামিলি এনরোলমেন্ট এগ্রিমেন্ট বা উইলে সেটা উল্লেখ থাকতে হবে ৷ গিফ্টের ক্ষেত্রে যিনি গিফ্টি দিয়েছেন তাঁর নাম ও রসিদ থাকতে হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Limit: জেনে নিন কত ভরি পর্যন্ত সোনা আপনি কিনতে বা রাখতে পারেন, বেশি থাকলে পড়তে হতে পারে মহা সঙ্কটে.....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল