Gold Price Today : বাড়ল না কমল? কেনার আগে অবশ্যই চেক করে নিন সোনার আজকের লেটেস্ট দাম

Last Updated:
Gold and Silver Price: সোনার পাশাপাশি রুপোর দামেও বিরাট পতন দেখা গিয়েছে ৷
1/5
মঙ্গলবারও সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ গ্লোবাল মার্কেটে সোনা ও রুপোর দামে চলতে থাকা ওঠা-নামার মধ্যেই দেশের বাজারেও তার প্রভাব পড়তে শুরু করেছে ৷ রুপোর দাম এদিন ৫৮ হাজার টাকার নীচে চলে গিয়েছে ৷ এর আগে সোনার দাম গত এক মাসের নিরিখে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল ৷
মঙ্গলবারও সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ গ্লোবাল মার্কেটে সোনা ও রুপোর দামে চলতে থাকা ওঠা-নামার মধ্যেই দেশের বাজারেও তার প্রভাব পড়তে শুরু করেছে ৷ রুপোর দাম এদিন ৫৮ হাজার টাকার নীচে চলে গিয়েছে ৷ এর আগে সোনার দাম গত এক মাসের নিরিখে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল ৷
advertisement
2/5
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) এদিন সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ৭৫ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫১,৩৫১ টাকা হয়েছে ৷  এর আগের দিনের দাম থেকে সোনার দাম ০.১৫ শতাংশ কমে গিয়েছে ৷
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) এদিন সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ৭৫ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫১,৩৫১ টাকা হয়েছে ৷ এর আগের দিনের দাম থেকে সোনার দাম ০.১৫ শতাংশ কমে গিয়েছে ৷
advertisement
3/5
রুপোর দামে বড় পতন-  সোনার পাশাপাশি রুপোর দামেও বিরাট পতন দেখা গিয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ৩৯৫ টাকা কমে প্রতি কিলোগ্রামে ৫৭,৯৩১ টাকা হয়েছে ৷ চাহিদা কম থাকায় রুপোর দাম ৫৮ হাজার টাকার নীচে রয়েছে ৷ আগের দিন থেকে রুপোর দাম ০.৬৮ শতাংশ কমে ব্যবসা করছে ৷
রুপোর দামে বড় পতন- সোনার পাশাপাশি রুপোর দামেও বিরাট পতন দেখা গিয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম ৩৯৫ টাকা কমে প্রতি কিলোগ্রামে ৫৭,৯৩১ টাকা হয়েছে ৷ চাহিদা কম থাকায় রুপোর দাম ৫৮ হাজার টাকার নীচে রয়েছে ৷ আগের দিন থেকে রুপোর দাম ০.৬৮ শতাংশ কমে ব্যবসা করছে ৷
advertisement
4/5
গ্লোবাল মার্কেটের ওঠা-নামা-  বিশ্ব বাজারেও সোনা ও রুপোর দামে ওঠা-নামা লেগেই রয়েছে ৷ মার্কিন বাজারে সোনার দাম প্রতি আউন্সে ১৭৭৪.০৪ ডলার যা আগের দিনের থেকে ০.০৯ শতাংশ বেশি ৷ তবে রুপোর হাজির দামে পতন দেখা গিয়েছে এবং ২০.২০ ডলার প্রতি আউন্স হিসেবে বিক্রি হচ্ছে ৷ রুপোর দাম আগের দিনের থেকে মঙ্গলবার প্রায় ০.৬৮ শতাংশ কমেছে ৷
গ্লোবাল মার্কেটের ওঠা-নামা- বিশ্ব বাজারেও সোনা ও রুপোর দামে ওঠা-নামা লেগেই রয়েছে ৷ মার্কিন বাজারে সোনার দাম প্রতি আউন্সে ১৭৭৪.০৪ ডলার যা আগের দিনের থেকে ০.০৯ শতাংশ বেশি ৷ তবে রুপোর হাজির দামে পতন দেখা গিয়েছে এবং ২০.২০ ডলার প্রতি আউন্স হিসেবে বিক্রি হচ্ছে ৷ রুপোর দাম আগের দিনের থেকে মঙ্গলবার প্রায় ০.৬৮ শতাংশ কমেছে ৷
advertisement
5/5
বিশেষজ্ঞদের মতে আগামী দিনে আরও বাড়তে পারে সোনার দাম ৷ চলতি বছরের শেষে সোনার দাম ৫৪ হাজার টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
বিশেষজ্ঞদের মতে আগামী দিনে আরও বাড়তে পারে সোনার দাম ৷ চলতি বছরের শেষে সোনার দাম ৫৪ হাজার টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
advertisement
advertisement