বর্তমান দিনে মানুষ সৌখিনতা পছন্দ করেন। স্বাভাবিকভাবে পছন্দের ঘরের দেওয়ালে নানান সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়ে তুলতে পছন্দ করেন। বিভিন্ন ধরনের ওয়াল হ্যাংগিং দিয়ে ঘর সাজিয়ে তোলেন প্রত্যেকে। শুধু তাই নয়, বাড়ির আলমারি জুড়ে থাকে নানান ধরনের নিত্য নতুন জিনিস যা বাড়িতে বাড়তি শোভা বাড়ায়। সেই সমস্ত সৌখিন জিনিসপত্র বানিয়ে স্বনির্ভর করছেন এক গৃহবধূ। বাড়িতে অন্যান্য কাজের পর অবসর সময়ে তিনি এই ধরনের হ্যান্ড মেড জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন। তিনি তৈরি করছেন বিভিন্ন ধরনের ওয়াল হ্যাংগিং, ক্লে জুয়েলারি, মাটির থালা, বিভিন্ন কাপড়ের ব্যাগের উপর নানা ডিজাইন ফুটিয়ে তুলছেন তিনি।
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদার রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা নীলিমা ধাওয়া দাস। তিনি স্থানীয় একটি বেসরকারি নার্সারি বিদ্যালয় শিক্ষকতা করেন। এরপর বাড়িতে অন্যান্য কাজের অবসরে তিনি বিভিন্ন সৌখিন জিনিস তৈরি করে বিক্রি করছেন। ছোট থেকে অঙ্কন ও বিভিন্ন ধরনের ক্রাফট আইটেম তৈরির নেশা তার। সেই নেশাকে ধীরে ধীরে ব্যবসাতে পরিণত করেছেন তিনি। ক্লে, রং দিয়ে বিভিন্ন সৌখিন জিনিস যেমন তৈরি করছেন তেমনি গ্রাহকদের পছন্দমত নিত্যনতুন ডিজাইনের জুয়েলারিও বানিয়ে দিচ্ছেন।
প্রতিটি জিনিসের দাম রয়েছে ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকার মধ্যে। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে বিক্রি করছেন সেগুলো। পুজোর মরশুমে কিংবা সারা বছর এই জিনিস বিক্রি করে মাসিক বেশ ভাল আয় জুটছে তার। শুধু তাই নয়, বর্তমান যুব প্রজন্মকে দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। স্বাভাবিকভাবে বিভিন্ন কাজের অবসরে একাধিক জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন এই গৃহবধূ।
রঞ্জন চন্দ