আরও পড়ুন: এবার WhatsApp-এর মাধ্যমেই খোলা যাবে ডিম্যাট অ্যাকাউন্ট, জেনে নিন কী ভাবে!
৯ টাকার স্টক হয়েছে ৬৫০ টাকা-
আর্থিক বর্ষ ২০২২-এ গোপাল পলিপ্লাস্টের শেয়ার ৯.১০ টাকা থেকে বাড়তে বাড়তে প্রায় ৬৫০ টাকায় পৌঁছে গিয়েছে। ২০২১ সালের এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই স্টক প্রায় ৭০০০ শতাংশ বেড়েছে। এর ফলে এই বছর এই পেনি স্টক ৮.২৬ টাকা থেকে বেড়ে প্রায় ৬৫০ টাকায় পৌঁছে গিয়েছে। সুতরাং ২০২১ সালে এই স্টক প্রায় ৭৭৫০ শতাংশ রিটার্ন দিয়েছে।
advertisement
আরও পড়ুন: পঞ্জিকা ৩ ডিসেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
৬ মাসে বেড়েছে প্রায় ২২৬০ শতাংশ-
গোপাল পলিপ্লাস্টের মাল্টিব্যাগার পেনি স্টক বিগত ১ মাসে নিচে নেমেছে প্রায় ১২ শতাংশ। কিন্তু এই মাল্টিব্যাগার পেনি স্টক বিগত ৬ মাসে ২৭.৫৫ টাকা থেকে বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ৬৫০ টাকায়। এখনও পর্যন্ত এই স্টক প্রায় ২২৫০ শতাংশ বেড়েছে।
শেয়ার প্রাইসের ইতিহাস-
এই স্টকের শেয়ার প্রাইসের ইতিহাসে নজর দিলে দেখা যাবে যে, কেউ যদি ১ মাস আগে গোপাল পলিপ্লাস্টের স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে এখন তার ১ লাখ টাকা কমে হয়ে গিয়েছে প্রায় ৮৮০০০ টাকা। কিন্তু কেউ যদি ৬ মাস আগে গোপালা পলিপ্লাস্টের স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে এখন তার ১ লাখ টাকা বেড়ে হয়েছে প্রায় ২৩.৬ লাখ টাকা।
আরও পড়ুন: Toyota ভারতে আনছে নতুন গাড়ি Toyota Hilux, জেনে নিন দাম
১ লাখ টাকা হয়েছে ৭১ লাখ টাকা-
গোপালা পলিপ্লাস্টের স্টকে কোনও বিনিয়োগকারী যদি বছরের শুরুতে ৮.২৬ টাকার স্টকে মোট ১ লাখ টাকার বিনিয়োগ করে থাকে তাহলে বর্তমানে সেই ১ লাখ টাকা বেড়ে হয়েছে প্রায় ৭৮.৫০ লাখ টাকা। একই ভাবে কোনও বিনিয়োগকারী যদি আর্থিক বর্ষ ২১-এর শুরুতে গোপালা পলিপ্লাস্টের স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে বর্তমানে সেই ১ লাখ টাকা বেড়ে হয়েছে প্রায় ৭১ লাখ টাকা।