TRENDING:

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর! হোলিতে ১০০০০ টাকা উপহার দেবে সরকার !

Last Updated:

7th Pay Commission: ১০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে খরচা -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই হোলি অন্যবারের তুলনায় একটু বেশি বিশেষ ও আনন্দের হতে চলেছে ৷ রঙের এই উৎসবে সরকার দিতে চলেছে বড় উপহার ৷ মহামারির সময় সরকারের তরফে নেওয়া এই পদক্ষেপ কর্মীদের এবং তাদের পরিবারের এবছরের হোলি আরও আনন্দময় করে তুলতে চলেছে ৷
advertisement

আরও পড়ুন: এপ্রিল থেকে দ্বিগুণ হতে পারে রান্নার গ্যাসের দাম!

আসলে সরকার স্পেশ্যাল ফেস্টিবল অ্যাডাভন্স স্কিম (Special Festival Advance Scheme) দেওয়ার ঘোষণা করতে পারে ৷ এই স্কিমে কেন্দ্রীয় কর্মচারীদের ১০,০০০ টাকা দেওয়া হতে পারে ৷ অর্থাৎ এই হোলিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ১০০০০ টাকা অ্যাডভান্স হিসেবে নিতে পারবেন ৷

দিতে হবে না কোনও সুদ- এই স্কিমের বিশেষ সুবিধা হচ্ছে অ্যাডভান্স নেওয়া এই টাকার উপরে কর্মীদের কোনও সুদ দিতে হবে না ৷ এর শেষ তারিখ ৩১ মার্চ ২০২২ হতে পারে অর্থাৎ এই তারিখ পর্যন্ত কেন্দ্রীয় কর্মচারীরা অ্যাডভান্স নিতে পারবেন ৷ গত বছরও সরকারের তরফে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এই স্কিমের ঘোষণা করা হয়েছিল ৷

advertisement

আরও পড়ুন: ট্রেনের টাইম টেবলে বড়সড় বদল, বন্ধ হতে চলেছে একাধিক ট্রেন

১০টি সহজ কিস্তিতে ফেরত দিতে পারবেন টাকা-

উৎসবের জন্য দেওয়া এই অ্যাডভান্স প্রি লোডেড (Pre Loaded) ৷ কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে এই টাকা আগে থেকেই দাখিল করা আছে ৷ তাদের কেবল খরচ করতে হবে ৷ পাশাপাশি এটাও আশ্বাস দেওয়া হয়েছে ১০ টি কিস্তিতে এই টাকা ফেরত দেওয়া যেতে পারে ৷ অর্থাৎ মাত্র ১০০০ টাকা করে মাসে দিয়ে পুরো টাকা ফেরত দেওয়া যাবে ৷

advertisement

আরও পড়ুন: সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কখন বাড়তে পারে? জানুন বিশদে

১০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে খরচা -

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সূত্রের খবর অনুযায়ী, ফেস্টিবল অ্যাডভান্স স্কিম অনুযায়ী, এর জন্য ৪০০০ থেকে ৫০০০ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করা হতে পারে ৷ রাজ্যগুলিও এই স্কিম লাগু করলে ৮০০০-১০০০০ টাকা খরচা হবে ৷ সূত্রের খবর অনুযায়ী, এই স্কিমে ব্যাঙ্ক চার্জও সরকার দেবে ৷ এই অ্যাডভান্স কর্মীরা ডিজিটালিও খরচ করতে পারবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর! হোলিতে ১০০০০ টাকা উপহার দেবে সরকার !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল