আরও পড়ুন: একাধিক শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন আপনার শহরে বাড়ল না কমল
ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম-এর প্রধান শিব গোপাল মিশ্র জানিয়েছেন, DoPT ও অর্থ মন্ত্রক, ব্যায় বিভাগের আধিকারিকদের সঙ্গে জেসিএম-এর জয়েন্ট বৈঠক শীঘ্রই করা হবে ৷ অনুমান করা হচ্ছে এই বৈঠকে কর্মচারীদের আটকে থাকা বকেয়া ডিএ নিয়ে আলোচনা হতে পারে ৷ বর্তমানে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন চলতে থাকার জেরে ডিএ নিয়ে বড় আপডেট দিতে পারে কেন্দ্র সরকার ৷
advertisement
আরও পড়ুন: মাত্র ২৫,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন লক্ষ লক্ষ টাকা
ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ২ লক্ষ টাকা
যদি ১৮ মাসের পেন্ডিং ডিএ-র পেমেন্ট করা হয় তাহলে একাধিক সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ২ লক্ষ টাকার বেশি ট্রান্সফার করা হতে পারে ৷ লেভেল ১ কর্মচারীদের বকেয়া ডিএ ১১,৮৮০ থেকে ৩৭,০০০ টাকার মধ্যে হবে ৷ অন্যদিকে লেভেল ১৩ এর কর্মীরা ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা বকেয়া ডিএ হিসেবে পেতে পারেন ৷ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ দেওয়া হয়ে থাকে ৷