১. জিও প্রাইম মেম্বারশিপ নিতে পারবেন বর্তমানে যারা জিওর গ্রাহক ৷ আর সেই সদস্যপদ নিতে হবে ৩১ মার্চ, ২০১৭-র আগে ৷
২. পয়লা মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নিতে হবে এই জিও প্রাইম মেম্বারশিপ ৷
৩. জিও প্রাইমের সদস্যপদের জন্য ৯৯ টাকা একবারই দিতে হবে ৷
advertisement
৪. জিও প্রাইমের সদস্যরা আনলিমিটেড ডেটা ও ভয়েস কলের পরিষেবা পাবেন আরও ১২ মাস ধরে৷ অর্থাৎ ৩১ মার্চ,২০১৮ পর্যন্ত ৷ এই পরিষেবা পেতে প্রতি মাসে দিতে হবে ৩০৩ টাকা করে ৷
৫. জিও প্রাইম মেম্বাররা জিওর মিডিয়া সার্ভিস পাবেন একবছরের সাবস্ক্রিপশনেই ৷
৬. জিও এবং তার সহযোগিদের সমস্ত অফারই পাবেন জিও প্রাইমের মেম্বাররা ৷
advertisement৭. জিও প্রাইম মেম্বারশিপ নিতে গ্রাহকরা MyJio App ব্যবহার ছাড়াও jio.com-এ লগ ইন করতে পারেন ৷ এছাড়া জিও স্টোর এবং জিও পার্টনার স্টোরগুলিও গ্রাহকদের পরিষেবার জন্য সবসময় রয়েছে ৷আরও পড়ুন---