গ্রাহকসংখ্যা বাড়ছে প্রতিদিন, বিমা-মিউচুয়াল ফান্ডও এবার বিক্রির পরিকল্পনা এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের

Last Updated:

আয় বাড়াতে এবার বছরখানেকের মধ্যেই অন্য সংস্থার বিমা এবং মিউচুয়াল ফান্ডও বিক্রির পরিকল্পনা রয়েছে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের ৷

#কলকাতা: আবির্ভাবেই চমকে দিয়েছে দেশের প্রথম পেমেন্টস ব্যাঙ্ক, এয়ারটেল ৷ সারা দেশে ইতিমধ্যেই গ্রাহকসংখ্যা ২০ লক্ষ ছাড়িয়েছে ভারতী এয়ারটেলের এই ‘নতুন’ ব্যাঙ্কের ৷ পশ্চিমবঙ্গও পিছিয়ে নেই ৷ মাত্র দু’মাসেই এরাজ্যে সংস্থার পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকসংখ্যা এখন দেড় লক্ষেরও বেশি ৷ কিন্তু এখানেই থেমে থাকছে না সংস্থা ৷ আয় বাড়াতে এবার বছরখানেকের মধ্যেই অন্য সংস্থার বিমা এবং মিউচুয়াল ফান্ডও বিক্রির পরিকল্পনা রয়েছে এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের ৷
দেশের প্রথম পেমেন্টস ব্যাঙ্কের লক্ষ্যই হল, দেশের গ্রামীণ মানুষকে ব্যাঙ্ক পরিষেবার আওতায় নিয়ে আসা ৷ যেসমস্ত গ্রামে ব্যাঙ্ক নেই বা গ্রাহকদের ব্যাঙ্কে যেতে অন্তত ৪-৫ কিমি দূরে যেতে হয়, সেখানেই পেমেন্টস ব্যাঙ্কের মাধ্যমে গ্রাহকদের আরও সহজ ব্যাঙ্কিং পরিষেবা দিতে বদ্ধপরিকর এয়ারটেল ৷ কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনে সংস্থার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর শশী আরোরা বলেন, ‘‘ পশ্চিমবঙ্গে আমাদের ৭০ শতাংশ গ্রাহকই গ্রামাঞ্চলের ৷ পেমেন্টস ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্রাহক সংখ্যা আগামী দিনে আরও বাড়বে বলে আশাবাদী আমরা ৷ রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশমতো পেমেন্টস ব্যাঙ্কের ঋণ দেওয়ার অধিকার নেই ৷ কিন্তু অন্য সংস্থার আর্থিক পণ্য (Financial Products) গুলোর বিক্রির অনুমতি আছে আমাদের ৷ তাই খুব তাড়াতাড়ি অন্য সংস্থার বিমা এবং মিউচুয়াল ফান্ডও বিক্রি করব আমরা ৷ ’’
advertisement
এয়ারটেলই দেশে প্রথম পেমেন্টস ব্যাঙ্ক পরিষেবা চালু করেছে। সেভিংস অ্যাকাউন্টে টাকা ডিপোজিটে গ্রাহকদের ৭.২৫ শতাংশ সুদও দিচ্ছে সংস্থা ৷ যা অন্যান্য যেকোনও ব্যাঙ্কের থেকেই বেশি ৷ পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকদের এয়ারটেলের টেলি পরিষেবার গ্রাহক হওয়াটা বাধ্যতামূলক নয়। কিন্তু অ্যাকাউন্ট খুলতে গ্রাহকের আধার নম্বর থাকতেই হবে। কারণ ‘ই-কেওয়াইসি’ পদ্ধতিতে আধার নম্বর ও গ্রাহকের আঙুলের ছাপ (বায়োমেট্রিক পদ্ধতি) নিয়ে তবেই খোলা যাবে এই অ্যাকাউন্ট।
advertisement
advertisement
সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ায় সুদের হার বেশি থাকলেও টাকা তোলার ক্ষেত্রে অবশ্য ০.৫ শতাংশ টাকা কেটে নেওয়া হবে ৷ এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের একজন গ্রাহক অন্যান্য যে কোনও ব্যাঙ্কেই ১০০০ টাকা পর্যন্ত নিখরচায় পাঠাতে পারবেন ৷ তারপরেই বিভিন্ন টাকার অঙ্ক অনুযায়ী ‘ফি’ দিতে হবে ৷ তবে ‘এয়ারটেল টু এয়ারটেল’ নম্বরে এই পেমেন্টস ব্যাঙ্কের মাধ্যমে টাকা ট্রান্সফারে কোনও খরচ লাগবে না গ্রাহকদের ৷ গ্রাহকের মোবাইল নম্বরই হবে তাঁর অ্যাকাউন্ট নম্বর। এখনও পর্যন্ত এরাজ্যেই এয়ারটেলের ‘রিটেল স্টোর’-এর সংখ্যা ২১ হাজার ৷ সেখানেই পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা ও টাকা তোলা যাবে। এয়ারটেল মোবাইল গ্রাহকরা প্রতি টাকা ডিপোজিটে পাবেন ১ মিনিট এয়ারটেল টকটাইমও ৷ পাশাপাশি পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে ১ লক্ষ টাকার Personal Accidental Insurance ৷‘স্পেনসর’, ‘খাদিমস’, ‘মান্যবর’, ‘বাজার কলকাতা’, ‘আরামবাগ ফুডমার্ট’, ‘ভজহরি মান্না’, ‘বলরাম মল্লিক ও রাধারমন মল্লিক’-র মতো আরও অনেক সংস্থার সঙ্গে ইতিমধ্যেই চুক্তিবদ্ধ এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক ৷ ফলে এই সমস্ত রিটেল আউটলেটে আরও সহজে কেনাকাটা করতে পারবেন গ্রাহকরা ৷
advertisement
Shashi Arora,  MD & CEO of Airtel Payments Bank (Left) Shashi Arora, MD & CEO of Airtel Payments Bank (Left)
বাংলা খবর/ খবর/কলকাতা/
গ্রাহকসংখ্যা বাড়ছে প্রতিদিন, বিমা-মিউচুয়াল ফান্ডও এবার বিক্রির পরিকল্পনা এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement