সুকন্যা সমৃদ্ধি যোজনা: এটা সঞ্চয় প্রকল্প। এই স্কিমের সুবিধা পেতে মেয়ের ১০ বছর বয়সের আগেই অ্যাকাউন্ট খুলতে হবে। সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বাধিক ১.৫ লাখ টাকা বিনিয়োগ করা যায়। মেয়াদ ১৫ বছর। বর্তমানে এই স্কিমে ৭.৬ শতাংশ হারে সুদ মিলছে। প্রতি আর্থিক বছরের শেষে সুদের হার অ্যাকাউন্টে জমা হয়।
আরও পড়ুন: বাকিদের পিছনে ফেলে FD-তে বিরাট সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিশদে
advertisement
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট: ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি কর সাশ্রয়ী বিনিয়োগ বিকল্প। সম্পূর্ণ নিরাপদ। বাজারের ওঠা-নামার সঙ্গে সম্পর্ক না থাকায় মেয়াদ শেষে নিশ্চিত রিটার্ন মেলে। প্রতি ত্রৈমাসিকে অর্থমন্ত্রক সুদের হার নির্ধারণ করে। বর্তমানে এনএসসি-তে সুদের হার ৭ শতাংশ। অ্যাকাউন্টে বার্ষিক সুদের হার জমা করা হয়।
পোস্ট অফিস টার্ম ডিপোজিট: এটা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতোই। তবে রিটার্নের হার একটু বেশি, প্রায় ৭ শতাংশ। এই স্কিমে ১ থেকে ৫ বছরের জন্য বিনিয়োগ করা যায়।
ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান: এতে জীবন বিমা এবং বিনিয়োগ, দুটো একসঙ্গে মেলে। অর্থাৎ, এক দিকে টার্ম প্ল্যান লাইফ কভার, অন্য দিকে, বিনিয়োগের সুযোগ। এই স্কিমে বিপুল রিটার্ন পাওয়া যায়। তাছাড়া ধারা ৮০সি-তে করছাড়ও মেলে। বিশেষজ্ঞরা তাই ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যানে বিনিয়োগের পরামর্শ দেন।
আরও পড়ুন: প্ল্যান চেঞ্জ? ট্রেনে টিকিট কাটার পরেও পরিবর্তন করা যায় যাত্রার তারিখ, জানেন
সিবিএসই উড়ান স্কিম: সিবিএসই এই প্রকল্প শুরু করে। বর্তমানে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে একযোগে এই প্রকল্প পরিচালনা করে সিবিএসই। এই প্রকল্প শুধুমাত্র মেয়েদের জন্যই। তবে এই প্রকল্পের সুবিধা পেতে দশম শ্রেণীতে ন্যূনতম ৭০ শতাংশ নম্বর পেতেই হবে।
চিলড্রেন গিফট মিউচুয়াল ফান্ড: এটাও দুর্দান্ত বিনিয়োগ বিকল্প। বাজারের সঙ্গে যুক্ত। তাই কিছুটা ঝুঁকি রয়েছে। কিন্তু অন্যান্য বিনিয়োগ বিকল্পের চেয়ে রিটার্ন অনেক বেশি। এই স্কিমে ডেবট এবং ইক্যুইটিতে বিনিয়োগ করা হয়।