ক্রেডিট কার্ড থাকলে নানা ধরনের সুবিধা পাওয়া যায়। বিশেষত যাঁরা কোথাও বেড়াতে যাচ্ছেন বা কাজে যাচ্ছেন বিদেশে বা ভিন রাজ্যে। বিশেষত এয়ারপোর্ট লাউঞ্জে দারুন সহায়ক হতে পারে এই ক্রেডিট কার্ড। অনেক সময়ই উড়ান বিলম্বের কারণে বা অন্য কোনও কারণে যাত্রীদের লাউঞ্জে অপেক্ষা করতে হয়। তার জন্য একটা ভাড়া লাগে। আবার দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে খানিকটা খাওয়া দাওয়ারও প্রয়োজন হয়। সব কিছুর জন্যই টাকা লাগে। হয়তো সেটা হাতে নেই। তখনই মুশকিল আসান করে দিতে পারে ক্রেডিট কার্ড।
advertisement
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানকে ‘নোংরা’ প্রশ্ন ভক্তের, উত্তরে চমকে দিলেন বাদশা
ভারতে এমন বেশ কিছু ক্রেডিট কার্ড দেওয়া হয়, যাদের অতিরিক্ত সুবিধা হিসেবে লাউঞ্জ অ্যাকসেস রয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডে গ্রাহককে লাউঞ্জ অ্যাকসেসের অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে—
২০২৩ সালের নভেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে,
১. HDFC Diners Club Privilege Credit Card-এ ভারত ও আন্তর্জাতিক ১২টি লাউঞ্জে অ্যাকসেস দিয়ে থাকে। এই ক্রেডিট কার্ডের জন্য গ্রহককে বছরে ২,৫০০ টাকা দিতে হয়। প্রাইমারি এবং অ্যাড-অন দু’টি কার্ডেই এই সুবিধা মেলে।
২. Axis Bank Select-এর ক্রেডিট কার্ডেও এই সুবিধা পাওয়া যায়। প্রতি বছর ৩০০০ টাকা দিতে হয় এই কার্ডের জন্য। বিনিময়ে প্রতি বছর ৬টি আন্তর্জাতিক এবং ৮টি ঘরোয়া লাউঞ্জের অ্যাকসেস পাওয়া যায়।
৩. SBI Prime Credit Card- বাৎসরিক ২,৯৯৯টাকার এই কার্ডে পাওয়া যায় ৪টি আন্তর্জাতিক এবং ৮টি ঘরোয়া লাউঞ্জ ব্যবহারের সুযোগ।
৪. SBI Elite Credit Card- বাৎসরিক ৪,৯৯৯ টাকার এই ক্রেডিট কার্ডে ৬টি আন্তর্জাতিক এবং ৮টি ঘরোয়া বিমানবন্দরে লাউঞ্জ অ্যাকসেস পাওয়া যায়।
৫. YES FIRST- মাত্র ৯৯৯ টাকা বাৎসরিক খরচে পাওয়া যায় এই কার্ড। এতেও পাওয়া যায় ৪টি আন্তর্জাতিক ও ৮টি ঘরোয়া লাউঞ্জে প্রবেশাধিকার।