আরও পড়ুন: অনলাইনে বিক্রি হচ্ছে নকল ‘ভার্জিনিটি’, বিবাহিতদের ১৫ মিনিটে করে দেবে কুমারী
বিহার সরকারের গ্রামীণ উন্নয়ন বিভাগ জানুয়ারি মাসেই প্রধানমন্ত্রী আবাসন যোজনার প্রাপকদের প্রথম কিস্তি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের কারণে তা কিছুটা পিছিয়ে যায়। ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে জারি করা ক্যাম্প স্থাপন নিষিদ্ধ করা হয়। এরপর সংক্রমণ কিছুটা কম হওয়ায় সরকার ক্যাম্প বসানোর অনুমতি দেয়।
advertisement
আরও পড়ুন: এখনও একাধিক শহরে ১০০ টাকার বেশি পেট্রোলের দাম, দেখে নিন কলকাতায় কত
PMAY-G প্রকল্পের প্রথম কিস্তি ২৫ জানুয়ারি তারিখে জারি করা হয়েছে
গ্রামীণ উন্নয়ন দফতর সমস্ত জেলার আধিকারিকদের এই প্রকল্পের সুবিধাভোগীদের দাবি-আপত্তি পূরণ করে একটি তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে। এছাড়া, বিহার সরকার জেলা আধিকারিকদের নির্দেশ দিয়ে জানিয়েছে, কিস্তির টাকা হাতে পাওয়ার পর সুবিধাভোগীরা বাড়ি বানানোর কাজ শুরু করেছে তা পর্যবেক্ষণ করতে হবে। জেলায় জেলায় প্রচার চালিয়ে কাজ শুরু করাতে হবে। প্রথম কিস্তির সদব্যবহার হওয়ার পরই দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা বন্টন করা হবে।
আরও পড়ুন: Encumbrance Certificate -এর জন্য অনলাইনে কী ভাবে আবেদন করবেন ?
উল্লেখ্য, ২০২১-২২ আর্থিক বর্ষে বিহার সরকারকে ১১ লক্ষ ৪৯ হাজার বাড়ি নির্মাণ করার লক্ষ্য দেওয়া হয়েছে। দেশের অন্যান্য রাজ্যগুলির মতোই প্রধানমন্ত্রী আবাসন যোজনার সুবিধাভোগীদের তিনটি কিস্তিতে টাকা দেওয়া হবে। প্রথম কিস্তির পর প্রথম সেই অর্থ দিয়ে বাড়ির ভিত্তি স্থাপন করতে হবে। ভিত্তি নির্মাণ করার পরই সরকার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করবে। একই ভাবে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দিয়ে বাড়ির দরজা, জানালা এবং ছাদের কাজ সম্পূর্ণ করতে হবে, তারপরেই তৃতীয় কিস্তির টাকা পাওয়া যাবে। বিহারে সুবিধাভোগীদের তিনটি কিস্তিতে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে।