এই শেয়ার দিয়েছে প্রায় ৬৫,২৫০ শতাংশ রিটার্ন -
এই শেয়ার হল ২০২১ সালের একটি মাল্টিব্যাগার শেয়ার। এই রাসায়নিক সংস্থার শেয়ার তাদের নিজেদের শেয়ার ধারকদের দিয়েছে ভাল রিটার্ন। বিগত প্রায় ২০ বছরে এসআরএফের (SRF) শেয়ারের দাম ৩.৭১ টাকা থেকে বেড়ে বর্তমানে প্রায় ২৪২৪.৫০ টাকার স্তরে পৌঁছে গিয়েছে। এখনও অবধি এই শেয়ার প্রায় ৬৫,২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
advertisement
আরও পড়ুন: পেনশন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট সিদ্ধান্তের পথে
SRF শেয়ারের দামের ইতিহাস -
বিগত ১ মাসে এসআরএফের শেয়ারের দাম প্রায় ২৩৪৯ টাকা থেকে বেড়ে প্রায় ২৪২৪ টাকায় পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত এই শেয়ার প্রায় ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিগত ৬ মাসে এসআরএফের শেয়ার ১৮১২ টাকা থেকে বেড়ে ২৪২৪ টাকায় পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত এই শেয়ার প্রায় ৩৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। বিগত ১ বছরে এই মাল্টিব্যাগার পেনি স্টক প্রায় ১০৯০ টাকা থেকে বেড়ে প্রায় ২৪২৪ টাকায় পৌঁছে গিয়েছে। এর ফলে এই শেয়ার বৃদ্ধি পেয়েছে প্রায় ১২৫ শতাংশ হারে। বিগত ৫ বছরে এই মাল্টিব্যাগার পেনি স্টক ৩১৫ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ২৪২৪ টাকায়। সুতরাং এই সময়ের মধ্যে মাল্টিব্যাগার পেনি স্টক প্রায় ৬৭৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
একই ভাবে বিগত ১০ বছরে এসআরএফের শেয়ারের দাম ৫৪.৫৪ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ২৪২৪.৫০ টাকায়। এর ফলে এই সময়ে এই মাল্টিব্যাগার পেনি স্টক বৃদ্ধি পেয়েছে প্রায় ৪৩৫০ শতাংশ। একই ভাবে বিগত ২০ বছরে এসআরএফ মাল্টিব্যাগার পেনি স্টক ৩.৭১ টাকা থেকে বেড়ে পৌঁছে গিয়েছে প্রায় ২৪২৪.৫০ টাকায়।
আরও পড়ুন: দেশে ইলেকট্রনিক্স জিনিস তৈরিতে Sanmina Corporation-র সঙ্গে চুক্তিবদ্ধ রিলায়েন্স
১ লাখ টাকা হয়ে গিয়েছে ৬.৫৩ কোটি টাকা -
কোনও বিনিয়োগকারী যদি ১ মাস আগে এই মাল্টিব্যাগার পেনি স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে সেই বিনিয়োগকারী এখন রিটার্ন পাবে প্রায় ১.০৩ লাখ টাকা। ৬ মাস আগে বিনিয়োগ করলে সেই ১ লাখ টাকা এখন ১.৩৫ লাখ টাকা হয়ে যেত। কোনও বিনিয়োগকারী যদি ১ বছর আগে এই মাল্টিব্যাগার পেনি স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে সেই বিনিয়োগকারী এখন রিটার্ন পাবে প্রায় ২.২৫ লাখ টাকা।
আরও পড়ুন: বিনিয়োগ জরুরি, তবে শুরু করার আগে, এক নজরে দেখে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়!
একই ভাবে কোনও বিনিয়োগকারী যদি ৫ বছর আগে এই মাল্টিব্যাগার পেনি স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে সেই বিনিয়োগকারী এখন রিটার্ন পাবে প্রায় ৭.৭৫ লাখ টাকা। কোনও বিনিয়োগকারী যদি ২০ বছর আগে এই মাল্টিব্যাগার পেনি স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে সেই বিনিয়োগকারী এখন রিটার্ন পাবে প্রায় ৬.৫৩ কোটি টাকা। সুতরাং এই মাল্টিব্যাগার পেনি স্টকে ১ লাখ টাকা হয়ে গিয়েছে ৬.৫৩ কোটি টাকা।